রবি থেকে মঙ্গল বিঘ্নিত হতে পারে বিদ্যুৎ সরবরাহ, গ্রাহকদের বেনজির আগাম বার্তা CESC-র

আমফান ঝড়ে মুখ পুড়েছে সিইএসসি-র৷ ওই ঝড় থেকেই সম্ভবত শিক্ষা নিয়েছে সংস্থাটি৷

লকডাউনের মাঝেই আমফান ঘূর্ণিঝড়ের তাণ্ডবের স্মৃতি সাধারণ মানুষ এখনও মনে রেখেছে৷ শহরের বিস্তীর্ণ এলাকা টানা বেশ কিছুদিন বিদ্যুৎহীন ছিলো৷ পরিস্থিতি সামাল দিতে নাজেহাল তথা ব্যর্থ হয় সিইএসসি। জনরোষের মুখেও পড়তে হয় সংস্থার কর্মীদের।

সেই তিক্ত অভিজ্ঞতা থেকে ‘শিক্ষা’ নিয়ে এবার আগাম ময়দানে নেমেছে
বেসরকারি এই বিদ্যুৎ সংস্থা৷ অনেকের ধারনা, এই উদ্যোগ আসলে আগাম নিজেদের ব্যর্থতা ঢাকার অজুহাত৷

হাওয়া অফিস জানাচ্ছে,
বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপের জেরে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবহাওয়া দফতরের এই পূর্বাভাস মিলে গেলে ঝড়-বৃষ্টির জেরে শহরের কোনও কোনও এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন হতে পারে৷ এই পূর্বাভাসের প্রেক্ষিতে গ্রাহকদের বার্তা পাঠানো শুরু করল সিইএসসি। এই বার্তায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে, গ্রাহকদের কাছে আগাম ক্ষমা চেয়ে নিয়েছে তারা। পাশাপাশি একটি হেল্প লাইন নম্বরেও দেখা হয়েছে। নম্বরটি হল ১৯১২। বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত যে কোনও সমস্যা হলে এই নম্বরে ফোন করা যাবে বলে জানানো হয়েছে৷

আবহাওয়া দফতর বলেছে, রবিবার, ২০ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। ২১ সেপ্টেম্বর, সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির দাপট বাড়বে। বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহবিদদের বক্তব্য, রবিবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে যেতে পারে বলে৷ এর ফলে রবিবার থেকেই বৃষ্টি হবে৷ বৃষ্টি আরও বাড়বে সোমবার। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ওই দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের ৮ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের অভিমুখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ।

এই পূর্বাভাসের মাঝেই নজর কেড়েছে সিইএসসি৷ গ্রাহকদের বার্তা পাঠানো শুরু করেছে সংস্থাটি। এই উদ্যোগ সম্ভবত এবারই প্রথম৷ বার্তা পাওয়া গ্রাহকদের অনেকেই বলছেন, সিইএসসি-র এই উদ্যোগ আসলে আগাম নিজেদের ব্যর্থতা ঢাকার অজুহাত৷

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleরায়াডুর দুরন্ত ব্যাটিংয়ে প্রথম ম্যাচে জয় CSK-র