Thursday, December 18, 2025

যৌন হেনস্থায় অভিযোগ অনুরাগের বিরুদ্ধে, মুখ খুললেন পরিচালকের প্রাক্তন দুই স্ত্রী

Date:

Share post:

পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন মডেল তথা অভিনেত্রী পায়েল ঘোষ।বছর ৩০ এর নায়িকার অভিযোগ, বাড়িতে ডেকে ঘরে ঢুকিয়ে তাঁকে পোশাক খুলে ফেলতে বলেছিলেন অনুরাগ। নিজেও জামাকাপড় খুলতে শুরু করেন। কোনওরকমে সেই কাজে বাধা দেন পায়েল। অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন পায়েল। এবার এই বিষয়ে মুখ খুললেন পরিচালকের প্রথম স্ত্রী আরতী বাজাজ এবং দ্বিতীয় স্ত্রী কল্কি কোয়েচলিন।

অনুরাগের প্রথম স্ত্রী আরতি বাজাজ তাঁর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। অনুরাগকে রকস্টার হিসেবে উল্লেখ করেছেন তিনি। লিখেছেন, “নারীকে শক্তিশালী করার যে প্রচেষ্টা চালিয়ে যাও। নারীর জন্য যে নিরাপত্তা তৈরি করে এসেছে তা করতে থাকো। আমাদের মেয়ের মধ্যে এটা দেখতে পাই। পৃথিবীতে সততা অবশিষ্ট নেই। সবাই মস্তিষ্কহীন হয়ে পড়েছে। এমন মানুষই পৃথিবীর পড়ে গিয়েছে যারা অন্যের কণ্ঠস্বর বন্ধ করতে চায়।”

চুপ করে থাকেননি দ্বিতীয় স্ত্রী কল্কি কোয়েচলিন। বয়ফ্রেন্ড গাই হার্সবার্গের সন্তানের মা হয়েছেন সম্প্রতি। কিন্তু প্রাক্তন স্বামীর পাশে দাঁড়াতে কুণ্ঠা বোধ করেননি তিনি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অভিনেত্রী লিখেছেন, ” আজকাল আশেপাশে যে সার্কাসটা চলছে, সেটা লড়াই করে জিততে হবে। অনুরাগ নিজের স্ক্রিপ্টে, ব্যক্তিগত জীবনে, কাজের ক্ষেত্রে মেয়েদের সম্মান করেন। আমার নিজের সেই অভিজ্ঞতা রয়েছে। আমাদের বিচ্ছেদের পর এমনকী সম্পর্ক হওয়ার আগেও অনুরাগ আমাকে অনেক সাহায্য করেছে। নিজের কাজের ক্ষেত্রে যখনই সমস্যায় পড়েছি অনুরাগ আমার পাশে থেকেছে।”

শনিবার টুইট করে পায়েল ঘোষ লেখেন, তাঁর সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। এই মডেল তথা অভিনেত্রীকে সমর্থন করেছেন কঙ্গনা রানাওয়াত। এরপরে সরব হন পরিচালক অনুরাগ কাশ্যপ। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলেছেন তিনি। জানা গিয়েছে, এবার আইনের পথে হাঁটতে পারেন পরিচালক। অভিনেত্রী তপসী পান্নু, সুরভিন চাওলা, টিসকা চোপড়া-সহ অনেকেই অনুরাগের সমর্থনে মুখ খুলেছেন। তপসী বলেন, অনুরাগের মতো বড় নারীবাদী আর হয় না।

আরও পড়ুন-মৃত্যুর আগেই সমস্ত টাকা মিটিয়েছিলেন সুশান্ত, কিন্তু কেন?

spot_img

Related articles

দলে একঝাঁক তারকা, আসন্ন আইপিএলে নাইটদের নেতা বদল!

মিনি নিলামে(IPL Mini Auction) খাতায় কলমে শক্তিশালী দল গঠন করেছে কেকেআর(KKR)। অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিংরা ছিলেন সঙ্গে ক্যামেরন...

মনরেগার পরিবর্তে ‘জিরামজি’ বিল পাশ লোকসভায়! উত্তাল লোকসভা

বিরোধীদের প্রবল আপত্তি ও বিক্ষোভ সত্ত্বেও লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে MGNREGA-র নাম বদল বিল লোকসভায় পাশ করাল মোদি সরকার।...

ভিত্তিহীন বিদ্বেষপূর্ণ মন্তব্য মেসি ভক্তের, লালবাজারে অভিযোগ দায়ের সৌরভের

যুবভারতী কাণ্ডে ইচ্ছাকৃত নাম জড়িয়ে কুৎসা, সুনাম নষ্টের অভিযোগে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের প্রধান উত্তম সাহার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ...

MGNREGA-র নাম বদল নিয়ে কেন্দ্রের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর, গান্ধীজির নামে ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম

বিরোধীদের তুমুল আপত্তি সত্ত্বেও লোকসভায় যেদিন পাশ হল ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ অর্থাৎ...