আগামী বিধানসভা নির্বাচন, বাংলায় দলের রূপরেখা এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজধানীতে কতটা ঝড় তোলা যায় সে বিষয়ে আলোচনা করতেই দিল্লিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে হল রাজ্য নেতৃত্বের বৈঠক। ছিলেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিব প্রকাশ অমিতাভ চক্রবর্তী, রাহুল সিনহা প্রমুখ।

আগামী বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত আন্দোলনের রূপরেখা তৈরি হচ্ছে। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর সময়ে জনসংযোগে নামবে বিজেপি। এর পাশাপাশি, রাজ্যের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলেও সিদ্ধান্ত হয়েছে। সন্ত্রাসবাদ ও মাওবাদকে প্রশ্রয় দিয়ে রাজ্যে ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন দিলীপ ঘোষ। এই পরিস্থিতিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয় বলে অভিযোগ তাঁর।

সোমবারের পরে মঙ্গলবারও বৈঠকে বসবে বিজেপির কোর কমিটি। ২৩ তারিখ সমস্ত সাংসদদের নিয়ে বৈঠক হবে।

আরও পড়ুন : শাস্তি না হলে ভুল বার্তা যেত- আট সাংসদের সাসপেনশনের পক্ষে মত দিলীপের