মহামারিতে সুস্থতার নিরিখে বিশ্বে প্রথম ভারত!

করোনা সংক্রমণে এখন ভারত দ্বিতীয় স্থানে থাকলেও সুস্থতার হারে এখন এক নম্বরে । এখনও পর্যন্ত প্রায় ৪৩ লাখ করোনা আক্রান্ত সেরে উঠেছেন এদেশে। একথা ঠিক যে দেশে প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ । কিন্তু এর মাঝেই এ বার আমেরিকাকেও সুস্থতার হারে ছাপিয়ে বিশ্বে এক নম্বর জায়গার দখল নিলো ভারত। সব মিলিয়ে দেশে সুস্থ হয়েছেন ৪৩,৯৬,৩৯৯ জন। মোট আক্রান্ত হয়েছেন ৮৬,৯৬১ জন ।

আরও পড়ুন- কৃষিবিল : রাজপথে তৃণমূল, কাল মহিলারা, পরশু পড়ুয়ারা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনা রোগীদের সুস্থতার হারের বিচারে ভারত এক নম্বরে। অন্যদিকে করোনা ভাইরাসে ভারতে আক্রান্ত বেড়ে ৫৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। সারা বিশ্বে মোট করোনা আক্রান্ত তিন কোটি।

আরও পড়ুন- ট্রাম্পের কাছে ‘বিষ-চিঠি’, ধৃত সন্দেহভাজন মহিলা
বিশেষজ্ঞদের মতে, বিশাল জনসংখ্যা ও জন ঘনত্বের কারণে যেমন এখানে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়েছে, তেমনই সময় মতো সঠিক স্বাস্থ্য পরিষেবার দৌলতে বেড়েছে সুস্থতার হারও ।

Previous articleপাখিরচোখ নির্বাচন: পুজোয় জনসংযোগে নামবে বিজেপি, বৈঠকে সিদ্ধান্ত
Next articleঅভিনেতা হয়েও ছিলেন আমিরের দেহরক্ষী, কে জানেন!