Big Breaking: স্নাতক স্তরের পরীক্ষার জন্য ২ ঘণ্টা সময় বরাদ্দ কলকাতা বিশ্ববিদ্যালয়ের

স্নাতক স্তরের পরীক্ষার জন্য ২ ঘণ্টা সময় বরাদ্দ করল কলকাতা বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলির সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই বৈঠকে কলেজের অধ্যক্ষদের জানানো হয়, ২ ঘণ্টার মধ্যে পরীক্ষা নিতে হবে। অনলাইনে প্রশ্নপত্র ডাউনলোড করার জন্য ১৫ মিনিট, উত্তরপত্র আপলোড করার জন্য ১৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে। অফলাইনে পরীক্ষার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পড়ুয়াদের সমস্যা হলে খাতা সংগ্রহ করতে হবে কলেজের প্রতিনিধিদের।

ইতিমধ্যে পরীক্ষাসূচি ঘোষণা করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ১, ৩, ৪, ৫, ৭, ৮ অক্টোবর রয়েছে বিকম অনার্স পার্ট ৩ পরীক্ষা। বিএ, বিএসসি অনার্স পার্ট ৩ পরীক্ষা রয়েছে ১, ৩, ৫, ৭, ৮ অক্টোবর। বিএ, বিএসসি জেনারেল পার্ট ৩ পরীক্ষা রয়েছে ১, ৩, ৪, ৮ অক্টোবর। এর আগে বিশ্ববিদ্যালয় জানিয়েছিল, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পরীক্ষার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হবে। এতে আপত্তি জানিয়েছে ইউজিসি। এদিনের বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, ইউজিসি-র নিয়ম মেনেই পরীক্ষা নিতে হবে। বাড়িতে বসে পরীক্ষা দিতে পারলেও ২৪ ঘণ্টা সময় দেওয়া যাবে না। ইউজিসি-র নিয়ম অনুযায়ী, ২ঘণ্টার বেশি সময় পরীক্ষা হলে তা অ্যাসাইনমেন্ট হিসেবে গণ্য হবে।

আরও পড়ুন-দুর্গাপুজোর মধ্যে হচ্ছে না নেট পরীক্ষা, দীনেশ ত্রিবেদীকে জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী