- কৃষকদের বুলডোজ করতে বিল পাশ হয়েছে
 - গায়ের জোরে বিল পাশ হয়েছে
 - চাষীদের জিনিস লুঠ করা হয়েছে
 - এই বিলের ফলে কৃষকদের স্বার্থ লঙ্ঘিত হবে
 - তাদের স্বার্থে আঘাত দিতে এই বিল পাশ করা হয়েছে
 - এদের হয়ে রাজ্যসভায় কথা বলার জন্য ডেরেক, দোলাকে সাসপেন্ড করা হয়েছে
 - শুধু এদের সাসপেন্ড করেই শেষ হয়নি, এদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়েছে বলে শুনেছি
 - ডেরেক, দোলারা যা করেছে ঠিক করেছে, ওদের জন্য গর্ববোধ করি
 - বিজেপি হচ্ছে দেশের লজ্জা
 - এই বিল পাশের জন্য “বিজেপি ছিঃ”
 - কৃষকদের মুখের গ্রাস কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে
 - সহায়ক মূল্য পাবেন না কৃষকরা
 - দেশে খাদ্যের মহামারি আসতে চলেছে
 - হিটলারি কায়দায় দেশ চালাচ্ছে বিজেপি
 - সব দলকে লড়াইয়ের আহ্বান মুখ্যমন্ত্রীর
 - তৃণমূল মহিলা কংগ্রেস চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে ঝরনা বিক্ষোভ করবে মঙ্গলবার
 - এই সানডে ইতিহাসে ‘ব্ল্যাক সানডে’ হয়ে থাকবে
 - নির্বাচন আসলে এরা ধর্মীয় রাজনীতি দেখাবে
 - সে সব বিরোধীদলের সাংসদদের অবস্থান বিক্ষোভ চলছে, তাঁরা সারারাত থাকবেন
 - কেঁচো ধরতে পারে না, অজগর ধরবে
 - ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোঁসাই
 - রাজ্য সরকারের তরফ থেকে এই বিলের বিরোধিতা করছি
 - এই অবস্থায় সব মানুষকে জোট বাধতে হবে
 - সবাইকে জোট বাধতে হবে, তাতে তৃণমূল কংগ্রেসকে পিছনের সারিতে থাকতে হলে তাই থাকব
 - এই বিজেপি সরকার আর নেই দরকার
 - তৃণমূল আগামীকাল থেকে এই বিলের বিরোধিতায় আন্দোলনে নামছে
 - কালকে আন্দোলন করবে মহিলা তৃণমূল, পরশুদিন ছাত্ররা, তারপরের দিন কৃষক শ্রমিকরা
 
আরও পড়ুন- দুই দলীয় সাংসদের সাসপেনশনের ঘটনার তীব্র নিন্দা তৃণমূল সাংসদদের
