আল-কায়দা জঙ্গিদের নেটওর্য়াকিং শুধু পশ্চিমবঙ্গ বা কেরল নয়, দক্ষিণ ভারতের আরও রাজ্যে জাল বিস্তার করছিল। ধৃত জঙ্গিদের জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে পেল NIA গোয়েন্দারা। বাংলা থেকে ৬ সন্দেহভাজন গ্রেফতার হলেও আল-কায়দা সবচেয়ে বেশি জাল বিস্তার করেছে দক্ষিণ ভারতে।

সূত্রের খবর, NIA তদন্তে উঠে এসেছে কেরলের পাশাপাশি তামিলনাড়ু, কর্ণাটক, ব্যাঙ্গালোর ও তেলেঙ্গনাতেও AQIS-এর গতিবিধির বড়সড় হদিশ পেয়েছে গোয়েন্দা সংস্থা। তদন্তে উঠে এসেছে, দক্ষিণ ভারতের এই সব রাজ্যেই অবাধ যাতায়াত ছিল আল-কায়দার সদস্যদের।

এরপর জঙ্গি ইস্যুতে ফের নতুন করে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি-সহ বিরোধীরা সন্ত্রাসবাদের আঁতুরঘর বলে যে অভিযোগ তুলেছিল, এখন দক্ষিণ ভারতজুড়ে আল-কায়দা জঙ্গিদের সবচেয়ে বড় নেটওয়ার্কের হদিশ পাওয়ার পর তা অন্য মাত্রা পেলো বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল!
