Monday, January 12, 2026

সেই অবিভাজ্য জুটি এবার আর্ত মানুষের পাশে

Date:

Share post:

দশকের পর দশক পার হয়েছে৷ জুটি এখনও অবিভাজ্য৷ পৃথক করা অসম্ভব৷

মানস ভট্টাচার্য এবং বিদেশ বসু৷

সেই ময়দান-কাল থেকেই মানুষের পাশে, নানা ভূমিকায়৷ ফুটবল ছাড়ার পর ধারাভাষ্য আর কোচিং৷ রাজ্য সরকার এই জুটিকেই দায়িত্ব দেয় ‘রেফিউজি হ্যান্ডিক্রাফটস’-এর সামগ্রিক উন্নয়ণের৷ এখনও একসঙ্গে ওরা। মাঠের বাইরে আজও জুটি ভাঙেনি মানস ভট্টাচার্য ও বিদেশ বসুর। ময়দানের বাইরেও দুই মহামারি পরিস্থিতিতেও চলা থামেনি ওদের। দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে, বারবার৷ রবিবার বীরভূমের বল্লভপুর এলাকায় ৬টি গ্রামের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালেন প্রাক্তন দুই ভারতশ্রেষ্ঠ ফুটবলার, মানস ভট্টাচার্য ও বিদেশ বসু। দুর্গোৎসব দুয়ারে, তাই বল্লভপুরের গোপালনগর,কামারপাড়া, বেলডাঙ্গার মানুষদের হাতে তুলে দিলেন শাড়ি, জামা- কাপড়, শীতবস্ত্র। করোনা প্রকোপে অনেক পরিবারেই এবার কার্যত পুজো নেই৷ তাদের কথা মাথায় রেখেই মানস- বিদেশদের এই মানবিক উদ্যোগ। পাশাপাশি, এলাকার শিশু- কিশোরদের খেলার জন্য তুলে দেওয়া হয় এক ডজন ফুটবল। মানস বলেছেন, “খেলার সময়ে তো বটেই, খেলা ছাড়ার পরেও সর্বস্তরের মানুষের ভালোবাসা পেয়েছি৷ তাই এই বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোরই চেষ্টা করছি।” বিদেশ বসুর কথা, “লক-ডাউনে খেলাধুলাও বন্ধ ছিলো৷ এখন ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা চলছে৷ কিশোরদের হাতে তাই ফুটবল তুলে দিয়ে তাদের উৎসাহ দেওয়ার চেষ্টা করেছি। প্রতিশ্রুতিমান কেউ থাকলে কলকাতার ইস্টবেঙ্গল, মোহনবাগানে খেলার ব্যবস্থাও করে দেব।”
জুটি দীর্ঘজীবী হোক৷

আরও পড়ুন-দিল্লিতে দিলীপের বাড়িতে শুরু রাজ্য বিজেপির বৈঠক

spot_img

Related articles

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...