Friday, August 22, 2025

কৃষি বিল নিয়ে কৃষকদের উদ্দেশে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?

Date:

কৃষি বিল নিয়ে চলতি বিতর্কের মধ্যেই কৃষকদের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষি বিল নিয়ে সোমবার তিনি বলেন:

ঐতিহাসিক এই বিল আনা হয়েছে কৃষকদের সার্বিক উন্নতির জন্য। তাঁদের স্বাধীনতা ও স্বাধিকার এই বিলে সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। এই বিল সময়ের দাবি।

যুগ যুগ ধরে কৃষকরা বঞ্চিত ও উপেক্ষিত ছিলেন। কৃষকদের সমস্যার কথা না ভেবে তাঁদের নিয়ে শুধুই রাজনীতি করা হয়েছে। কৃষকদের ফসল বিক্রির স্বাধীনতা না থাকায় যে কোনও সময়ে তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়তেন। এতদিন কৃষকদের হাত-পা বাঁধা ছিল। দাম যত কমই হোক, বাধ্য হয়ে নির্দিষ্ট জায়গাতেই ফসল বিক্রি করতে হত। এবার সেই অবস্থা থেকে তাঁদের মুক্তি। তাঁরা এবার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন।

কোনও কৃষি মান্ডি বন্ধ হবে না। তারা আগে যেভাবে কাজ করতেন সেভাবেই করবেন। বরং কৃষি মান্ডিগুলি আরও আধুনিক হবে। উন্নত প্রযুক্তির সুবিধা পাবে।

এই বিলের মাধ্যমে ক্ষুদ্র কৃষকরাই বেশি উপকৃত হবেন। এখন তাঁদের বাধ্য হয়ে যে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়, তা থেকে মুক্ত হবেন তাঁরা।

এখন থেকে কৃষকরা নিজেদের ইচ্ছেমত জায়গায় নিজেদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন। তাঁরা এখন ফসলের যা দাম পান তার চেয়ে ২৫ থেকে ৩০ শতাংশ বেশি পাবেন। কৃষকদের আর্থিক সুরক্ষা দেবে এই বিল।

কৃষকদের উন্নতির জন্য এই সংস্কার কিছু লোকের পছন্দ নয়। তাঁরা চান, কৃষকরা চিরকাল পিছিয়ে থাকুন, আর্থিক দুরবস্থার মধ্যে থাকুন। তাঁরাই এই বিলের বিরুদ্ধে সক্রিয়। কৃষকরা স্বাধীনতা পেলে তাঁদের স্বার্থে আঘাত লাগবে। তাই বিরোধিতা।

এমএসপি নিয়ে ইচ্ছাকৃতভাবে কৃষকদের ভুল বোঝাচ্ছে কিছু লোক। আমি সমস্ত কৃষককে আশ্বস্ত করতে চাই, এমএসপি ব্যবস্থা আগে যেমন চলছিল তেমনই চলবে। এতে কোনও পরিবর্তন হচ্ছে না। সরকার আগে যেভাবে কৃষকদের ফসল কিনত, ভবিষ্যতেও কিনবে। কৃষকরা যেন কোনওভাবে আর্থিক দিক থেকে বঞ্চিত না হন তা দেখবে সরকার।

কৃষি ব্যবস্থাকে আধুনিক, যুগপযোগী, আর্থিকভাবে লাভজনক করা এবং কৃষকদের স্বার্থকে প্রাধান্য দেওয়াই বিলের প্রধান লক্ষ্য।

আরও পড়ুন-দিল্লিতে দিলীপের বাড়িতে শুরু রাজ্য বিজেপির বৈঠক

Related articles

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২২ অগাস্ট (শুক্রবার) ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৯৪৫ ₹ ৯৯৪৫০ ₹ খুচরো পাকা সোনা ৯৯৯৫...

DHFC-র হাত ধরে বাংলায় ডুরান্ড আসুক, চাইছেন সঞ্জয়

মোহনবাগান, ইস্টবেঙ্গল নেই। কিন্তু ডুরান্ড ফাইনাল ঘিরে বাংলা জুড়ে হৈচৈ। হবে নাই বা কেন, অভিষেক হওয়া ডায়মন্ডহারবার এফসিকে(DHFC)...

কেরালায় ‘গণধর্ষণে’র শিকার মহেশতলার তরুণী, সাহায্যে টিম পাঠালেন সাংসদ অভিষেক

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...
Exit mobile version