মুর্শিদাবাদ থেকে ধৃত আল-কায়দা জঙ্গিদের জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে NIA গোয়েন্দাদের হাতে। এবার “গজবাওয়া এ তুল হিন্দ” হোয়াটসঅ্যাপ গ্রুপের সূত্র ধরে ফের বড়সড় লিড পেলো NIA, আরও ২ জঙ্গির খোঁজ মিলেছে।

নতুন করে খোঁজ পাওয়া দুই জঙ্গির মধ্যে একজনের নাম আনসারি বলে জানা গিয়েছে। সেও মুর্শিদাবাদের বাসিন্দা। তার খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। সঙ্গে রয়েছে NIA-এর একটি টিম।


ধৃতদেরকে জেরা করে জানা গিয়েছে, এই আনসারি আল-কায়দার অন্যতম শীর্ষ সদস্য। “গজবাওয়া এ তুল হিন্দ” নামে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজেদের মধ্যে ওই জঙ্গিরা যোগাযোগ রাখত তাতে আনসারিও বেশ সক্রিয় ছিল বলে জানিয়েছে ধৃতরা।

আনসারি ছাড়াও এই গ্রুপেরই সদস্য আর এক জনের নাম পাওয়া গিয়েছে। তাদের মধ্যে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে সাঙ্কেতিক ভাষায় কথা হত। একইসঙ্গে ধৃতদের ফোনে কাশ্মীরের একাধিক ছবিও পাওয়া গিয়েছে। সেগুলির অর্থ উদ্ধার করার চেষ্টা করছেন তদন্তকারীরা। সাংকেতিক ভাষা উদ্ধারের জন্য ফরেন্সিক এক্সপার্ট-সহ এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছেন NIA তদন্তকারীরা।


আরও পড়ুন : কৃষি বিলের বিরোধিতা: বাদল অধিবেশনে সাসপেন্ড ডেরেক, দোলা-সহ আট সাংসদ
