নিম্নচাপের জেরে মঙ্গলবার রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

সোমবার সকাল থেকেই মুখ ভার ছিল আকাশের। মঙ্গলবারও অন্যথা হবে না বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যার জেরে আজ, মঙ্গলবার থেকে বৃষ্টি বেড়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হতে পারে।

নিম্নচাপের জেরে উত্তর-পূর্বের রাজ্যগুলির বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল হাওয়া অফিস। রবিবার আবহাওয়া দফতর জানায়, আগামী ২-৩ দিনে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ রেখা আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে সরে যাবে। ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশার উপকূলবর্তী অঞ্চল, ঝাড়খণ্ড এবং বিহারের একাংশে ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে। সেই পূর্বাভাস অনুযায়ী সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার। রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে এদিন। হাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সেই নিম্নচাপ সরে যাচ্ছে ওড়িশা উপকূলের দিকে। তাই উপকূলের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন-দক্ষিণ কলকাতা তৃণমূলের ব্লক সভাপতিদের নাম চূড়ান্ত, ঠিক হয়নি শোভনের ওয়ার্ডে

Previous articleএবার ‘জাত’ গেল যে সিপিএমের! অভিজিৎ ঘোষের কলম
Next articleডেটিং অ্যাপে ছবি, ক্ষুব্ধ সাংসদ নুসরতের অনুরোধে তদন্তে পুলিশ