Saturday, August 23, 2025

৮ সংসদের সাসপেনশনের জেরে দফায় দফায় মুলতুবি রাজ্যসভার অধিবেশন। রবিবার রাজ্যসভায় গোলমালের জেরে দুই তৃণমূল সাংসদ-সহ আট সাংসদকে বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। এদিন, অধিবেশনের শুরুতে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংয়ের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল, তা খারিজ করে দেন চেয়ারম্যান। তিনি বলেন, সংবিধানের ৯০ ধারার অধীনে সেই প্রস্তাব গ্রহণযোগ্য নয়। অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছিলেন তৃণমূল, কংগ্রেস, ডিএমকে, সিপিআই, আপ, এনসিপি, টিআরএস, জেডিএস, আরজেডি-সহ বিভিন্ন বিরোধী দলের সাংসদরা।
তারপর আট সাংসদকে সাসপেন্ড করার জন্য প্রস্তাব উত্থাপন করা হয়। ধ্বনিভোটে সেই প্রস্তাব পাশ হয়ে যায়। তারপর ওই আট সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হয়। তাঁরা হলেন –
ডেরেক ওব্রায়েন- তৃণমূল সাংসদ
দোলা সেন- তৃণমূল সাংসদ
সঞ্জয় সিং- আপ
রাজু সাতাব- কংগ্রেস
সইদ নাজির হুসেন-কংগ্রেস
রিপুন বোরা-কংগ্রেস
কে কে রাগেশ-সিপিআইএম
ইলামারান করিম-সিপিআইএম

তাঁদের কক্ষ ছেড়ে যাওয়ার নির্দেশ দেন বেঙ্কাইয়া নাইডু। কিন্তু ওই সাংসদরা কক্ষ ছেড়ে যাননি। উল্টে নতুন করে প্রতিবাদ শুরু হয়। ভোট নেওয়ার দাবি জানান বিরোধী সাংসদরা। কিন্তু সেই দাবিও খারিজ হয়ে যায়। সাময়িক স্থগিত করে দেওয়া হয় অধিবেশন।
কিছুক্ষণ পর আবার অধিবেশন শুরু হলেও সাসপেন্ড সাংসদরা কক্ষ ছেড়ে যাননি। সেই সময় রাজ্যসভার সভাপতিত্ব করছিলেন হরিবংশ। আট সাংসদকে কক্ষ ছেড়ে যাওয়ার জন্য নির্দেশ দিতে থাকেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। মাত্র ছ’মিনিট চলে অধিবেশন চলার পরে তারপর ফের মুলতুবি হয়ে যায় অধিবেশন।

ফের সংসদের অধিবেশন শুরু হলে অধিবেশন কক্ষের মধ্যেই ধর্নায় বসেন আপ সাংসদ সঞ্জয় সিং। শেষ পর্যন্ত দিনের মতো মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version