বেনজির! আজ রাতভর সংসদ ভবনে গান্ধী মূর্তির সামনে চলবে ধরণা

কৃষি বিল নিয়ে বিরোধী ঐক্যের ডাক দিয়ে সংসদ ভবন থেকে আন্দোলন শুরু করল তৃণমূল কংগ্রেস। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, আজ তৃণমূল সহ বিভিন্ন দলের সাংসদরা ধরণায় বসেছেন গান্ধী মূর্তির সামনে। রাত-ভোর চলবে এই বিক্ষোভ। আগামিকাল সকালে এই ধরণা শেষ করে সাংসদরা যাবেন সংসদ ভবনে।

মুখ্যমন্ত্রী বলেন, এমন এক বিল, যে বিলের কারণে কৃষকরা সহায়ক মূল্য পাবেন না। তাদের মুখের গ্রাস কেড়ে নেওয়া হচ্ছে। একদিকে কৃষক, অন্যদিকে শ্রমিকদের বিরুদ্ধে আইন। ছাঁটাইয়ের পথ প্রশস্থ করতে নয়া আইন এনেছে। দুটি বিলই কালা কানুন। কিছুতেই এই বিল মানা যায় না। এরা নির্বাচন এলেই ধর্মীয় রাজনীতির তাস খেলবে। আর সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে কালা কানুন পাশ করবে। এতগুলো সংখ্যাগরিষ্ঠ সরকার দেশে ছিল, কই তারা তো এই বিল আনেনি?

কৃষি বিল ডিভিসন চেয়েছিলেন সাংসদরা, বলেন মমতা। তবু ভোট করেনি বেআইনিভাবে। ভেবেছেটা কী? ওদের এমপি কম ছিল। তাই ধ্বনি ভোটে পাশ? গণতন্ত্র বলে তো আর কিছুই রইল না! শ্রমিক-কৃষকরা তাই বলছে, বিজেপি টাটা-বাইবাই/তোমাদের দরকার নেই।

আরও পড়ুন : শাস্তি না হলে ভুল বার্তা যেত- আট সাংসদের সাসপেনশনের পক্ষে মত দিলীপের

Previous articleকোথায় সেই মৌলানা? তার খোঁজে হন্যে তদন্তকারীরা
Next articleপাখিরচোখ নির্বাচন: পুজোয় জনসংযোগে নামবে বিজেপি, বৈঠকে সিদ্ধান্ত