ভারতীয় নৌসেনার ইতিহাসে এই প্রথম! যুদ্ধজাহাজে নিযুক্ত ২ মহিলা অফিসার

লিঙ্গবৈষম্যের ইতি ঘটিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিল ভারতীয় নৌবাহিনী। এই প্রথম ভারতীয় নৌসেনার দুই মহিলা অফিসারকে নিয়োগ করা হচ্ছে যুদ্ধজাহাজে৷ ক্রু সদস্য হিসেবে ভারতের যুদ্ধজাহাজে মোতায়েন হচ্ছেন সাব লেফটেন্যান্ট কুমুদিনী ত্যাগী ও সাব লেফটেন্যান্ট রীতি সিং৷ এমনিতে ভারতীয় নৌসেনার বিভিন্ন পদে মহিলা অফিসাররা এতদিন কাজ করলেও ক্রু কোয়ার্টারে গোপনীয়তা বা মহিলাদের জন্য নির্দিষ্ট শৌচালয় ও আনুষঙ্গিক ব্যবস্থার অসুবিধার কারণে এতদিন যুদ্ধজাহাজে মোতায়েন করা হত না মহিলাদের৷ এবার সেই নিয়মে বদল ঘটিয়ে ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করতে চলেছেন কুমুদিনী ও রীতি।

নতুন দায়িত্বে এসে নেভির মাল্টি রোল হেলিকপ্টারের সেন্সর পরিচালনার প্রশিক্ষণ নিচ্ছেন কুমুদিনী ও রীতি ৷ আশা করা হচ্ছে , এই দুই মহিলা নৌসেনা অফিসার নৌবাহিনীর নতুন এমএইচ -৬০ আর হেলিকপ্টারগুলি চালাবেন৷ এমএইচ-৬০ আর হেলিকপ্টারগুলি শত্রু জাহাজ বা সাবমেরিন চিহ্নিত করতে সাহায্য করে৷ ঘটনাচক্রে, এই দুই মহিলা অফিসারকে যুদ্ধজাহাজে মোতায়েন করার খবরটি যেদিন প্রকাশ্যে আসে সেদিনই ভারতীয় বায়ুসেনা রাফাল যুদ্ধবিমান চালানোর জন্য এক মহিলা পাইলটকে তালিকাভুক্ত করে৷

 

Previous articleবাংলাদেশে ১৬ অক্টোবর থেকে ফের চালু হবে সিনেমা হল !
Next articleমোদি সরকারই কৃষকদের কথা ভাবে, টুইট অমিত শাহের