মোদি সরকারই কৃষকদের কথা ভাবে, টুইট অমিত শাহের

ঐতিহাসিক কৃষি বিল পাশ হওয়ার পর কৃষকরা দীর্ঘদিনের আর্থিক শোষণ থেকে মুক্ত হবেন। এই বিল পাশ করিয়ে মোদি সরকার প্রমাণ করেছে তারা প্রকৃত কৃষক দরদি। কৃষি বিলকে স্বাগত জানিয়ে এক টুইটে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বিরোধীদের মিথ্যাচারের পর্দা ফাঁস হয়েছে। কারণ তাঁরা প্রচার করছিলেন, কৃষি বিল পাশ হলে এমএসপি বা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য তুলে দেওয়া হবে। সেই দাবি যে কত অসত্য তা প্রমাণ হয়ে গেল। কারণ কেন্দ্র রবি শস্যের ন্যূনতম মূল্য ঘোষণা করেছে। এবার আগের চেয়েও এমএসপি বাড়ানো হয়েছে। ফলে আরও বেশি দামে গম বিক্রি করতে পারবেন কৃষকরা। বোঝা গেল, মোদি সরকারই কৃষকদের আর্থিক উন্নতির কথা ভাবে।

 

Previous articleভারতীয় নৌসেনার ইতিহাসে এই প্রথম! যুদ্ধজাহাজে নিযুক্ত ২ মহিলা অফিসার
Next articleশেখ হাসিনা বাংলাদেশের মুখ্যমন্ত্রী! দিলীপ ঘোষের বক্তব্য রাজনৈতিক মহলে হাসির খোরাক