Sunday, May 18, 2025

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, প্রকাশ্যে তেহরান-হোয়াইট হাউস তরজা

Date:

Share post:

ইরানের বিরুদ্ধে ফের হুঁশিয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের। ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করে মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো সতর্ক করলেন রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলিকে। কোনও দেশের তরফেই যেন ইরানকে অস্ত্র সরবরাহ বা এ ব্যাপারে প্রযুক্তিগত সাহায্য করা না হয় স্পষ্ট করলেন মাইক। ফেল ফের স্পষ্ট হল তেহরান ও হোয়াইট হাউসের তরজা।

ইরানের ওপর আমেরিকা যে নিষেধাজ্ঞা জারি করবে সে ইঙ্গিত ছিলই। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন তাঁরা রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হবেন। শনিবার মার্কিন বিদেশসচিব মাইক স্পষ্ট করে দেন, রাষ্ট্রপুঞ্জের কোনও সদস্য দেশ যেন ইরানকে কোনওরকম সাহায্য না করে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিরীক্ষা, পরমাণু, ক্ষেপণাস্ত্র সংক্রান্ত কোনও প্রযুক্তিগত সাহায্য তাদের করা যাবে না বলে জানিয়েছেন তিনি। আর মার্কিন যুক্তরাষ্ট্রের কথা অমান্য করলে ফল যে ভালো হবে না সে হুঁশিয়ারি দিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আরও খবর : বিধি মেনে প্রায় ৬ মাস পরে খুলল তাজমহল, আগ্রা ফোর্ট

এই সূত্রপাত ২০১৫ সালের তেহরান পরমানু চুক্তি। মার্কিন যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে হওয়া চুক্তি থেকে ২০১৮ সালে বেরিয়ে আসে ট্রাম্পের দেশ। তারপরই শুরু সম্পর্কের অবনতি।

তবে মার্কিন মুলুকের নিষেধাজ্ঞার সঙ্গে সকলে একমত নয়। বিশষেত রাশিয়া ও চিন। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বহু দেশ এই নিষেধাজ্ঞা সমর্থন করতে চায়নি। যদিও পম্পেয়ো জানিয়েছেন, নিষেধাজ্ঞা কার্যকর করতে ভবিষ্যতে আরও কিছু পদক্ষেপ করা হবে। আর তা যদি না মানা হয় তাহলে নিয়মলঙ্ঘনকারী দেশই দায়ী থাকবে।
পাল্টা ইরান রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে চিঠি দিয়েছে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকেও কেউ তারা জানিয়েছে, নতুন করে মার্কিন মুলুকের এই নিষেধাজ্ঞা যেন কার্যকর করা না হয়। রাষ্ট্রপুঞ্জে ইরানের প্রতিনিধি মাজিদ তখত রাভাঞ্চি আবেদন করেছেন যেন রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের দাদাগিরি না সমর্থন করেন। তেহরানের আশা নিরাপত্তা পরিষদের কিছু দেশ অন্তত তাদের পাশে দাঁড়াবে।

spot_img

Related articles

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...

আন্দোলনের নামে গালিগালাজ! প্রকাশ্যে বিকাশ ভবনে আটকে থাকা ২ মহিলা কর্মীর বিস্ফোরক পোস্ট

আন্দোলনের নামে বৃহস্পতিবার বিকাশ ভবনকে ঘিরে যে হিংস্রতা, বর্বরতা, অসভ্যতা এবং ভাঙচুর-হামলার ঘটনা ঘটেছে তা দেখেছেন বাংলার মানুষ৷...

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে লাগাম! পোশাক থেকে চিপস – জারি নির্দেশিকা

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে ব্যাপক লাগাম টানল ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় (Ministry of Commerce and Industry)। পোষাক...

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল এডুকেশন ইন্টারফেস ২০২৫

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ তৈরিতে পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ও ক্যারিয়ার মেলা শুরু হল কলকাতায়। ক্যারিয়ার প্ল্যানার এডুফেয়ারের উদ্যোগে...