বিধি মেনে প্রায় ৬ মাস পরে খুলল তাজমহল, আগ্রা ফোর্ট

বিধি মেনে আনলক ৪-এ খুলে দেওয়া হল বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম আগ্রার তাজমহল। একই সঙ্গে সোমবার থেকে খুলে গেল আগ্রা ফোর্টও।

মারণ ভাইরাস সংক্রমণ এবং লকডাউনের জেরে প্রায় ছয় মাস বন্ধ ছিল তাজমহল ও আগ্রা ফোর্টও। সংক্রমণ রুখতে গত ১৭ মার্চ থেকে বন্ধ ছিল এই দুই ঐতিহাসিক স্থান। তবে,  তাজমহল বা আগ্রা ফোর্টে ঢুকতে মানতে হবে একগুচ্ছ নিয়ম। কেন্দ্রের কোভিড গাইডলাইন মেনে প্রবেশাধিকার পাওয়া যাবে।

• শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে

• স্যানিটাইজার দিতে হাত ধোয়া বাধ্যতামূলক

• পর্যটকদের অবশ্যই মাস্ক পরতে হবে

• তাজমহল বা আগ্রা ফোর্টে ঢোকার জন্য টিকিট কাটতে হবে অনলাইনে।

প্রায় ৬ মাস পর ফের পর্যটক আসায় আশার আলো দেখছেন সেখানকার ব্যবসায়ীরা। আগ্রায় কনটেনমেন্ট ও বাফার জোনে সংক্রমণ বাড়তে থাকায় তাজমহল বন্ধ রাখা হয়। আগ্রায় বেশিরভাগ পর্যটকই আসেন দিল্লি হয়ে। আর সেই সময় দিল্লিতেও করোনা সংক্রমণ বাড়তে থাকে। সেই কারণে আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে এই জায়গাগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ২৫ মার্চ থেকে সব হোটেল, রেস্তোরাঁ বন্ধ থাকায় আর্থিক সমস্যায় পড়েন পর্যটন ব্যবসায়ীরা। রুজিতে টান পড়ে গাইড, ফটোগ্রাফার, ট্যাক্সি ড্রাইভারদেরও। অবশেষে ছমাস পর এই দুই ঐতিহাসিক স্থান খুলে যাওয়ায় খুশি স্থানীয় ব্যবসায়ী মহল।

আরও পড়ুন-BSF-এর বিশেষ বিমানে ধৃত ৬ জঙ্গিকে আজ দিল্লি নিয়ে যাচ্ছে NIA

Previous articleবিহারের ‘ক্যানেল ম্যান’ লঙ্গির পুরস্কার, ট্রাক্টর দিচ্ছেন আনন্দ মহিন্দ্রা
Next articleমমতা বললেন এভাবে থামানো যাবে না, অভিষেকের তোপ, গণতন্ত্রের হত্যাকারী