Tuesday, November 4, 2025

অনুব্রতকে প্রাণনাশের হুমকি! গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

Date:

তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে প্রাণনাশের হুমকি! আর তারই অভিযোগে গ্রেফতার গুসকরা পুরসভার প্রাক্তন কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়। আজ, মঙ্গলবার প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার করা হয় শাসক দলের প্রাক্তন কাউন্সিলরকে। ইঁটাচাঁদার বাসিন্দা সেখ সুজাউদ্দিন নামে এক তৃণমূল কর্মী অনুব্রত মণ্ডলের প্রাণনাশের হুমকির অভিযোগ করেন নিত্যানন্দের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন গুসকরার স্কুলমোড় থেকে নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। এরপর তাঁকে বর্ধমান আদালতে তোলে পুলিশ।

যদিও বীরভূম তৃণমূল জেলা সভাপতিকে প্রাণনাশের হুমকির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন নিত্যানন্দবাবু। তিনি বলেন, “কেষ্ট মণ্ডল তাঁর স্ত্রী অসুস্থতার সময় আমার কাছ থেকে ২০ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা এখনও তিনি ফেরত দেননি। প্রাপ্য টাকা চেয়েছি বলেই ফাঁসানো হলো আমাকে। তবে জেল থেকে ছাড়া পেয়ে ফের টাকা চাইব। প্রয়োজনে শীর্ষ নেতৃত্বের কাছে যাব।” যদিও অনুব্রত মণ্ডল নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের এমন দাবি উড়িয়ে দিয়েছেন।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই দল করছেন নিত্যানন্দ চট্টোপাধ্যায়। বাম আমলেও গুসকরা পুরসভায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। বিগত পুরবোর্ডের পুরসভার পূর্ত বিষয়ক কমিটির চেয়ারম্যান ছিলেন। তবে গুসকরা পুরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকার বিদায়ী কাউন্সিলর নিত্যানন্দবাবু এর আগেও দলবিরোধী কার্যকলাপ-সহ একাধিক অভিযোগে অভিযুক্ত। তাঁর নাম অনেক বিতর্কে জড়িয়ে বলেও জানা যাচ্ছে।

আরও পড়ুন- অতিমারি আবহে নতুন চমক: বাড়ি বসেই 3D আঙ্গিকে পুজো পরিক্রমা

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version