Sunday, May 4, 2025

তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে প্রাণনাশের হুমকি! আর তারই অভিযোগে গ্রেফতার গুসকরা পুরসভার প্রাক্তন কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়। আজ, মঙ্গলবার প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার করা হয় শাসক দলের প্রাক্তন কাউন্সিলরকে। ইঁটাচাঁদার বাসিন্দা সেখ সুজাউদ্দিন নামে এক তৃণমূল কর্মী অনুব্রত মণ্ডলের প্রাণনাশের হুমকির অভিযোগ করেন নিত্যানন্দের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন গুসকরার স্কুলমোড় থেকে নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। এরপর তাঁকে বর্ধমান আদালতে তোলে পুলিশ।

যদিও বীরভূম তৃণমূল জেলা সভাপতিকে প্রাণনাশের হুমকির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন নিত্যানন্দবাবু। তিনি বলেন, “কেষ্ট মণ্ডল তাঁর স্ত্রী অসুস্থতার সময় আমার কাছ থেকে ২০ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা এখনও তিনি ফেরত দেননি। প্রাপ্য টাকা চেয়েছি বলেই ফাঁসানো হলো আমাকে। তবে জেল থেকে ছাড়া পেয়ে ফের টাকা চাইব। প্রয়োজনে শীর্ষ নেতৃত্বের কাছে যাব।” যদিও অনুব্রত মণ্ডল নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের এমন দাবি উড়িয়ে দিয়েছেন।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই দল করছেন নিত্যানন্দ চট্টোপাধ্যায়। বাম আমলেও গুসকরা পুরসভায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। বিগত পুরবোর্ডের পুরসভার পূর্ত বিষয়ক কমিটির চেয়ারম্যান ছিলেন। তবে গুসকরা পুরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকার বিদায়ী কাউন্সিলর নিত্যানন্দবাবু এর আগেও দলবিরোধী কার্যকলাপ-সহ একাধিক অভিযোগে অভিযুক্ত। তাঁর নাম অনেক বিতর্কে জড়িয়ে বলেও জানা যাচ্ছে।

আরও পড়ুন- অতিমারি আবহে নতুন চমক: বাড়ি বসেই 3D আঙ্গিকে পুজো পরিক্রমা

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version