Wednesday, November 5, 2025

অতিমারি আবহে নতুন চমক: বাড়ি বসেই 3D আঙ্গিকে পুজো পরিক্রমা

Date:

দুরন্ত ভাইরাস কালে কেমন হবে শারোদৎসব? প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা হবে কি? প্রথম থেকেই এবারের দুর্গাপুজো ব্যতিক্রমী। মহালয়ার একমাস ছ দিন পরে পুজো শুরু। প্রকৃতি কাশফুল ফুটিয়ে জানান দিলেও, আগমনীর সুর সেভাবে বাজেনি বাংলার আকাশে-বাতাসে। তার কারণ, মরণ ভাইরাসের ভয়। অনেকেই এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ঘুরে ঘুরে ভিড়ে ঠাকুর দেখা নয়। তাহলে কি ঠাকুর দেখা বন্ধ? তা কেন। লকডাউন এবং আনলক পর্ব শিখিয়ে দিয়েছে কীভাবে ভার্চুয়াল দুনিয়াকে হাতের মুঠোয় নিয়ে তার মধ্যেই সাধ পূরণ করতে হয়। এবার সেই উদ্যোগ নিল ‘Envy digital’ নামে একটি সংস্থা। ঘরে বসেই দেখা যাবে দুর্গাপুজো। একটা-দুটো নয়, পঞ্চাশটি পুজো দেখা যাবে এখানে।

কলকাতার বিখ্যাত 30 টি বারোয়ারি পুজোর পাশাপাশি থাকছে দশটি বনেদি বাড়ির পুজো এবং দশটি প্রবাসী পুজো। কে নেই তালিকায়। উত্তরের কাশি বোস লেন থেকে শুরু করে দক্ষিণের বিবেকানন্দ পার্ক, বেহালা নতুন দল, হরিদেবপুর পুজো।

শুধু তাই নয়, বনেদি বাড়ির আনাচে-কানাচে পুজোর আবহে ঘুরে বেড়ানো যাবে এই ভার্চুয়াল পুজো পরিক্রমায়। প্রবাসী বাঙালিরা সযত্নে পুজো করেন নিজেদের চৌহদ্দিতে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ায় প্রবাসী বাঙালীদের সঙ্গে পুজোর কাজে হাত লাগান প্রবাসী ভারতীয়রাও। সেরকম দশটি পুজো দেখা যাবে এই পুজো পরিক্রমাতে।

আরও পড়ুন- পুজোয় বিদ্যুতের চাহিদা মেটাবে রাজ্য, প্রতিশ্রুতি বিদ্যুৎমন্ত্রীর

এতটা পড়ে যাঁরা ভাবছেন- আরে পুজো পরিক্রমা প্রতিবার টেলিভিশনেই দেখা যায়। তাহলে আবার গ্যাঁটের কড়ি খরচ করে পুজো দেখার কী আছে? তাঁদের জানাই এ পুজো দেখা যাবে থ্রিডি আঙ্গিকে। প্রতিমা থেকে মণ্ডপ শয্যা সবই দেখা যাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। অর্থাৎ প্যান্ডেলের কোথায় কী কাজ? ঝাড়বাতির সব আলো জ্বলছে কি না, মা দুর্গার নাকের নথের ডিজাইনটা কীরকম, অসুরের সিক্স প্যাক বা গণেশের ভুঁড়ি সবকিছুই দেখা যাবে একেবারে কাছ থেকে। এবং সেটা দেখা যাবে নিজের ইচ্ছেমতো সময়ে, ইচ্ছে মতো সময় ধরে। এই সুযোগ কিন্তু টিভির পর্দায় থাকে না। যখন ইচ্ছে এই পুজো পরিক্রমা দেখা যাবে। এজন্য তৃতীয়া, চতুর্থীতে প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে সেখানকার সাজসজ্জা, প্রতিমা, আলোকসজ্জা সবকিছুর ভিডিও তুলে আনা হবে। এর আয়োজন করেছেন ‘Envy digital’।

মাত্র 499 টাকা খরচ করলেই খুলে যাবে জাদু দরজা। তারপর সেখানে প্রবেশ করে উত্তর থেকে দক্ষিণ, বনেদি বাড়ির উঠোন পেরিয়ে অস্ট্রেলিয়ায় বাঙালীদের পুজো- সব এসে যাবে হাতের মুঠোয়।

মহালয়া দিন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন।
augmentedpujo.com – এই ওয়েবসাইটে ক্লিক করলেই রেজিস্ট্রেশনের যাবতীয় তথ্য এবং টাকা দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানা যাবে। তারপর ঘরে বসে, ভাইরাসকে দূরে ঠেলে রেখে, থ্রিডি আঙ্গিকে দেখা যাবে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো।

আরও পড়ুন- তাঁর অভিনয় দেখে মুগ্ধ বিশ্ব, ‘নোবেল’ পাচ্ছেন নরেন্দ্র মোদি

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version