Thursday, August 28, 2025

তাঁর অভিনয় দেখে মুগ্ধ বিশ্ব, ‘নোবেল’ পাচ্ছেন নরেন্দ্র মোদি

Date:

নৌটঙ্কির বিশ্ব-স্বীকৃতি৷

সেই ২০১৪ থেকে প্রতিটি পদক্ষেপে তাঁর বেনজির অভিনয় দেখে ইতিমধ্যেই মুগ্ধ ভারতবাসী৷ সেই অভিনেতা এবার বিশ্ববন্দিত হতে চলেছেন৷
দেশের প্রতিটি কোনায় এ জন্য প্রদীপ জ্বালিয়ে, থালা-বাটি বাজানোর সময় ও সুযোগও এসে গিয়েছে৷ গোটা দুনিয়া আজ মেনে নিলো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কততো বড় অভিনেতা৷

‘নোবেল পুরস্কারে’ ভূষিত হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

না, চমকে ওঠার একফোঁটাও কারন নেই৷ একদম ঠিক পড়েছেন৷

কয়েকদিন আগে নোবেল শান্তি পুরস্কারে মনোনীত হয়ে দুনিয়াজুড়ে শিরোনামে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এবার জেনে রাখুন, একা ট্রাম্প নন, তাঁর প্রায় ‘ফটোকপি’ নরেন্দ্র মোদিও পাচ্ছেন নোবেল পুরস্কার।

কিন্তু এটি ব্যঙ্গার্থক বা শ্লেষাত্মক পুরস্কার। এই পুরস্কারের নাম IG Nobel প্রাইজ৷

এই “IG NOBLE পুরস্কার” আসলে কী?

এটি একটি ব্যঙ্গার্থক নোবেল প্রাইজ৷ অ্যানালস অফ ইমপ্রোবাবল রিসার্চ ম্যাগাজিনের তরফে প্রতি বছর এই নোবেল পুরস্কার ব্যঙ্গ করে দেওয়া হয় বিভিন্ন রাষ্ট্রনেতাদের৷ কোনও খবর বা ঘটনার ব্যঙ্গার্থক দিকটিকে ফোকাস করা হয় এই পুরস্কারপ্রাপক বাছাইয়ের ক্ষেত্রে৷ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্যান্ডার্স থিয়েটারে কয়েক হাজার মানুষের সামনে এই পুরস্কার প্রাপকের হাতে তুলে দেন নোবেলজয়ীরা৷ একেবারে ঠাট্টার ছলে এই নোবেল পুরস্কার প্রদান করা হয়৷

আরও পড়ুন- বাংলাদেশে কোভিড-১৯এ মৃত্যু ছাড়াল ৫ হাজার

এ বছর এই IG Nobel পুরস্কার দেওয়া হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ ব্যঙ্গার্থক এই পুরস্কারের জন্য মোদির থেকে ‘যোগ্য’ ব্যক্তি ওই কমিটি গোটা দুনিয়ায় আর কাউকে পায়নি৷ মোদি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি এই পুরস্কার পেলেন। ১৯৯৮ সালে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে অটলবিহারী বাজপেয়ী এই নোবেল পুরস্কার পেয়েছিলেন। ‘আগ্রাসী শান্তিপূর্ণ’ ভাবে পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য। এবার সেই তালিকায় নাম যুক্ত হলো বিজেপির দ্বিতীয় প্রধানমন্ত্রী মোদি।

প্রশ্ন উঠতেই পারে, দুনিয়াজুড়ে এততো রাষ্ট্রনেতা থাকতে আমাদের মোদির নাম বাছাই করা হলো কেন ?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কী এমন কাজ করলেন?

কমিটি এর উত্তরে জানিয়েছে, “করোনা মহামারির সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
চিকিত্‍সা শিক্ষায় অসামান্য অবদানের ছাপ রেখেছেন৷ অতিমারি পরিস্থিতিতে সঙ্কট সামলাতে একাধিক ব্যবস্থা ও চেষ্টার কথা শুধুই বলেছেন মোদি৷ পরিযায়ী শ্রমিকদের মৃত্যু, বেকারত্ব ইস্যুতে সরকারের চিন্তা ভাবনা বিশেষ দেখা যায়নি৷ তাই মোদিকে এই পুরস্কার দেওয়া হয়েছে৷ কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, গোটা বিশ্বকে নরেন্দ্র মোদি অক্লান্ত পরিশ্রম করে বোঝাতে পেরেছেন, মানুষের জীবন ও মৃত্যুর উপরে রাজনৈতিক নেতাদের চটজলদি প্রভাব রয়েছে। আর সেই প্রভাব বিশেষজ্ঞ বা বিজ্ঞানীদের চেয়ে অনেক বেশি।” আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদির চিকিত্‍সা শিক্ষাতেও অভূতপূর্ব ‘অবদান’ রয়েছে।

আরও পড়ুন- পুজোয় বিদ্যুতের চাহিদা মেটাবে রাজ্য, প্রতিশ্রুতি বিদ্যুৎমন্ত্রীর

মোদি একা নন, এ বছর তাঁর সঙ্গে এই পুরস্কার প্রাপকদের তালিকায় আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসেনারো, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন-সহ আরও কয়েকজন রাষ্ট্রনায়ক।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version