Saturday, May 17, 2025

কোচবিহারে তোলাবাজির অভিযোগ তুলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান হেভিওয়েট নেতার

Date:

একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ক্রমশ নিজেদের ঘর গুছিয়ে শক্তি বাড়াচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পাহাড় থেকে জঙ্গল, সাগর থেকে শহর, মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে বিজেপি ও বিরোধী শিবির ছেড়ে ঘাসফুল যোগদান অব্যাহত। তারই অঙ্গ হিসেবে জেলায় জেলায় পদ্ম শিবিরে ফের বড়সড় ভাঙন। এবার বিজেপি ছেড়ে বেশ কয়েকজন নেতা-সহ কয়েকশো সক্রিয় কর্মী-সমর্থক ঘাসফুল শিবিরে যোগ দিলেন। বিজেপি ছেড়ে আসা সমস্ত নেতা-কর্মীদের উত্তরীয় দিয়ে বরণ করে হাতে দলীয় পতাকা তুলে দেন কোচবিহারে তৃণমূলের নেতারা।

প্রসঙ্গত, লোকসভায় শক্ত ঘাঁটি হয়ে ওঠা কোচবিহারেও ভাঙন ধরল গেরুয়া শিবিরে। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দলের বর্ষীয়ান নেতা উৎপলকান্তি দেব ও বিজেপির তিন বারের পঞ্চায়েত সদস্য অনুপম দে। তাঁদের সঙ্গে অনুগামীরাও যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে।

তবে, দলবদল করেই থেমে থাকেননি ওই দুই নেতা। বর্তমান বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে রীতিমতো চমকপ্রদ অভিযোগ তুলেছেন। তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ প্রতিদিনই তুলে থাকে বিজেপি শিবির। কিন্তু এবার দলবদল করেই বর্তমান বিজেপি নেতৃত্বকেই তোলাবাজ বলে অভিহিত করলেন ওই দুই নেতা।

দলবদল করে উৎপলকান্তি দেব বিস্ফোরক। তাঁর কথায়, “১৯৮৩ সাল থেকে বিজেপি করছি। কিন্তু সেই বিজেপি আর নেই। এখন দলের সব নেতাই তোলাবাজিতে ব্যস্ত। সাধারণ মানুষের উন্নয়ন নয়, এখনকার বিজেপি নেতাদের একটাই কাজ-তোলাবাজি। রাজ্য নেতৃত্বকে সব জানিয়েছি, কিন্তু কোনও কাজই হয়নি। তাঁরা এখানে আসেন, নিজেদের ভাগ বুঝে চলে যান। তৃণমূলের বিরুদ্ধে ভুলভাল বকে যাওয়া ছাড়া আর তোলাবাজি করে যাওয়া ছাড়া আর কোনও কাজ নেই ওদের।”

Related articles

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...

আন্দোলনের নামে গালিগালাজ! প্রকাশ্যে বিকাশ ভবনে আটকে থাকা ২ মহিলা কর্মীর বিস্ফোরক পোস্ট

আন্দোলনের নামে বৃহস্পতিবার বিকাশ ভবনকে ঘিরে যে হিংস্রতা, বর্বরতা, অসভ্যতা এবং ভাঙচুর-হামলার ঘটনা ঘটেছে তা দেখেছেন বাংলার মানুষ৷...

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে লাগাম! পোশাক থেকে চিপস – জারি নির্দেশিকা

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে ব্যাপক লাগাম টানল ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় (Ministry of Commerce and Industry)। পোষাক...

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল এডুকেশন ইন্টারফেস ২০২৫

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ তৈরিতে পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ও ক্যারিয়ার মেলা শুরু হল কলকাতায়। ক্যারিয়ার প্ল্যানার এডুফেয়ারের উদ্যোগে...
Exit mobile version