Friday, August 22, 2025

অনুরাগের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পায়েলকে সমর্থন করতে গিয়ে বিপাকে রূপা

Date:

পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন মডেল তথা অভিনেত্রী পায়েল ঘোষ। মুম্বইয়ের ভরসোভা থানায় এফআইআর দায়ের করেছেন তিনি। এবার অনুরাগের বিরুদ্ধে সরব হয়ে বিপাকে পড়লেন অভিনেত্রী রূপা দত্ত। অনুরাগ কশ্যপের শাস্তির দাবি জানিয়ে টুইটারে তাঁর সঙ্গে কথোপকথনের যে স্ক্রিনশট পোস্ট করেছেন রূপা। সংবাদমাধ্যমের একাংশের দাবি, অভিনেত্রী যে স্ক্রিনশট পোস্ট করেছেন, তা অনুরাগের নয়।

ফেসবুক মেসেঞ্জারের স্ক্রিনশট শেয়ার করেছেন রূপা। পোস্টের ক্যাপশনে লিখেছেন পায়েলের যাবতীয় অভিযোগ সত্যি। ছবিতে দেখা যাচ্ছে, ‘অনুরাগ সফর’ নামে প্রোফাইলের সঙ্গে কথা বলেছেন তিনি। অনুরাগ নামের ওই ব্যক্তি নিজেকে ‘মহিলা বিশেষজ্ঞ’ হিসেবে দাবি করেছেন। চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে পায়েলের পাশে দাঁড়িয়েছেন রূপা। ওই অভিনেত্রীর দাবি, অনেক আগেই অনুরাগের আসল রূপ তিনি চিনে ফেলেন। পরিচালকের শাস্তির দাবিও করেছে। একইসঙ্গে তাঁর অভিযোগ, অনুরাগ নিজে মাদক নেন এবং অন্যদের নিতে বাধ্য করেন। তবে সংবাদমাধ্যমের দাবি, ফেসবুকে অনুরাগের প্রোফাইলের নাম ‘অনুরাগ কশ্যপ ২.০’। যা পরিচালকের একমাত্র ভেরিয়াফায়েড ফেসবুক প্রোফাইল।

স্পষ্টতই, অনুরাগ-পায়েল কাণ্ডে ফের বলিউডের অন্দরে মাথাচাড়া দিয়ে উঠেছে ‘মিটু’। এই নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত পরিচালকের বিরুদ্ধে সরব হয়েছে। অনুরাগের শাস্তির দাবি জানিয়েছে বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। পরিচালকের পাশে দাঁড়িয়েছেন তাঁর প্রাক্তন দুই স্ত্রী আরতি বাজাজ এবং কল্কি কোয়েচলিন। অনুরাগের সমর্থনে মুখ খুলেছেন তাপসী পান্নু, রিচা চড্ডা, রাধিকা আপ্টে, সায়নী গুপ্ত সহ হলেম হুমা কুরেশিও। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাপসী পান্নু লেখেন, ‘‘অনুরাগের মতো বড় নারীবাদী আর হয় না।’’ বিবৃতি দিয়ে হুমা জানিয়েছেন, অনুরাগ কোনওদিন তাঁর সঙ্গে কোনও অভব্য আচরণ করেননি।

আরও পড়ুন-যৌন হেনস্থায় অভিযোগ অনুরাগের বিরুদ্ধে, মুখ খুললেন পরিচালকের প্রাক্তন দুই স্ত্রী

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version