Thursday, August 28, 2025

যৌন হেনস্থায় অভিযোগ অনুরাগের বিরুদ্ধে, মুখ খুললেন পরিচালকের প্রাক্তন দুই স্ত্রী

Date:

পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন মডেল তথা অভিনেত্রী পায়েল ঘোষ।বছর ৩০ এর নায়িকার অভিযোগ, বাড়িতে ডেকে ঘরে ঢুকিয়ে তাঁকে পোশাক খুলে ফেলতে বলেছিলেন অনুরাগ। নিজেও জামাকাপড় খুলতে শুরু করেন। কোনওরকমে সেই কাজে বাধা দেন পায়েল। অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন পায়েল। এবার এই বিষয়ে মুখ খুললেন পরিচালকের প্রথম স্ত্রী আরতী বাজাজ এবং দ্বিতীয় স্ত্রী কল্কি কোয়েচলিন।

অনুরাগের প্রথম স্ত্রী আরতি বাজাজ তাঁর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। অনুরাগকে রকস্টার হিসেবে উল্লেখ করেছেন তিনি। লিখেছেন, “নারীকে শক্তিশালী করার যে প্রচেষ্টা চালিয়ে যাও। নারীর জন্য যে নিরাপত্তা তৈরি করে এসেছে তা করতে থাকো। আমাদের মেয়ের মধ্যে এটা দেখতে পাই। পৃথিবীতে সততা অবশিষ্ট নেই। সবাই মস্তিষ্কহীন হয়ে পড়েছে। এমন মানুষই পৃথিবীর পড়ে গিয়েছে যারা অন্যের কণ্ঠস্বর বন্ধ করতে চায়।”

চুপ করে থাকেননি দ্বিতীয় স্ত্রী কল্কি কোয়েচলিন। বয়ফ্রেন্ড গাই হার্সবার্গের সন্তানের মা হয়েছেন সম্প্রতি। কিন্তু প্রাক্তন স্বামীর পাশে দাঁড়াতে কুণ্ঠা বোধ করেননি তিনি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অভিনেত্রী লিখেছেন, ” আজকাল আশেপাশে যে সার্কাসটা চলছে, সেটা লড়াই করে জিততে হবে। অনুরাগ নিজের স্ক্রিপ্টে, ব্যক্তিগত জীবনে, কাজের ক্ষেত্রে মেয়েদের সম্মান করেন। আমার নিজের সেই অভিজ্ঞতা রয়েছে। আমাদের বিচ্ছেদের পর এমনকী সম্পর্ক হওয়ার আগেও অনুরাগ আমাকে অনেক সাহায্য করেছে। নিজের কাজের ক্ষেত্রে যখনই সমস্যায় পড়েছি অনুরাগ আমার পাশে থেকেছে।”

শনিবার টুইট করে পায়েল ঘোষ লেখেন, তাঁর সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। এই মডেল তথা অভিনেত্রীকে সমর্থন করেছেন কঙ্গনা রানাওয়াত। এরপরে সরব হন পরিচালক অনুরাগ কাশ্যপ। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলেছেন তিনি। জানা গিয়েছে, এবার আইনের পথে হাঁটতে পারেন পরিচালক। অভিনেত্রী তপসী পান্নু, সুরভিন চাওলা, টিসকা চোপড়া-সহ অনেকেই অনুরাগের সমর্থনে মুখ খুলেছেন। তপসী বলেন, অনুরাগের মতো বড় নারীবাদী আর হয় না।

আরও পড়ুন-মৃত্যুর আগেই সমস্ত টাকা মিটিয়েছিলেন সুশান্ত, কিন্তু কেন?

Related articles

প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখছেন মমতা, প্রকাশ কবে জানালেন ছাত্র সমাবেশ থেকেই

শুধু তৃণমূল সুপ্রিমো বা বাংলায় তিনবারের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। সেই...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২৮ অগাস্ট (বৃহস্পতিবার) ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ১০১৭০ ₹ ১০১৭০০ ₹ খুচরো পাকা সোনা ১০২২০...

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জাতীয় দলে ফেরার লক্ষ্যে সামি

ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ দিয়েই ফের ভারতীয় দলের জার্সিতে মাঠে ফিরতে চান মহম্মদ সামি(Mohammed...

মহারাষ্ট্রে বহুতল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫!

গণেশ বন্দনার আনন্দ মুহূর্তে বদলে গেছে বিষাদে। উৎসবের মাঝেই মহারাষ্ট্রে বহুতল দুর্ঘটনায় (Building collapsed in Maharashtra) মৃতের সংখ্যা...
Exit mobile version