Friday, August 22, 2025

কোভিড মোকাবিলায় দুর্যোগ ত্রাণ তহবিলের ৫০ শতাংশ খরচ করতে পারবে রাজ্য: প্রধানমন্ত্রী

Date:

কোভিড 19 মোকাবিলায় এবার থেকে দুর্যোগ ত্রাণ তহবিলের ৫০ শতাংশ অর্থ ব্যবহার করতে পারবে রাজ্য। বুধবার ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগে এই তহবিলের ৩৫ শতাংশের বেশি ব্যবহার করা যেত না। বর্তমান করোনা পরিস্থিতি খতিয়ে দেখতেই এই সিদ্ধান্ত।

এদিনের বৈঠকে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তর প্রদেশ, তামিলনাডু, দিল্লি, পঞ্জাব— এই ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দেশে ৭০০টিরও বেশি জেলার মধ্যে এই সাতটি রাজ্যের মোট ৬০টি জেলা নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী। বৈঠকে ওই রাজ্যের মুখ্যমন্ত্রীদের ৭ দিনের জন্য জেলা ও ব্লক স্তরের প্রাশসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করার পরামর্শ দেন তিনি। করোনা মোকাবিলায় যারা কিছুটা সফল হয়েছে, সেই সব রাজ্যের থেকে কিছু না কিছু শিখতে হবে বলে মন্তব্য করেন মোদি।
রাজ্যগুলিকে ‌করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানোরো পরামর্শ দেন তিনি।

চিকিৎসা পরিষেবার উন্নতি এবং রোগী ও তাঁদের আত্মীয়দের স্পষ্ট বার্তা দেওয়ার কথাও বলেন। প্রধানমন্ত্রী বলেন, বেশিরভাগ করোনা রোগীরই কোনও উপসর্গ দেখা দেয় না। এ ধরনের পরিস্থিতিতে গুজব ছড়াতে পারে। কিছু লোকজন সংক্রমণের সম্ভাবনাকেও তুচ্ছ বলে মনে করেন। এর জন্য সঠিক তথ্য দেওয়াটা জরুরি বলে মনে করেন নরেন্দ্র মোদি।
মাস্ক পরার বিষয়ে এদিন দেশবাসীর কাছে ফের আবেদন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বেশিরভাগ বিশেষজ্ঞদের মতে, করোনা সংক্রমণ রুখতে মাস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে মাস্ক পরার অভ্যাসটা আনা খুবই কঠিন। কিন্তু মাস্ক পরা অভ্যাস না করলে পরিস্থিতির বদল সহজে হবে না।

আরও পড়ুন- BREAKING: ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version