Saturday, May 3, 2025

ইন্দোরের বাসিন্দা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় কি বাংলা থেকেই এবার ভোটার হতে চাইছেন? কলকাতা বা বিধাননগরের কোনো ঠিকানা থেকে কি তিনি ভোটার হবেন? তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে এই খবর জানা গিয়েছে। যদিও কোনো কনফার্মেশন নেই। এই সূত্রটি বলছে, বাংলায় বিজেপির এই বাড়বাড়ন্ত শুধু কৈলাসজীর কারণে। তিনি মাটি কামড়ে পড়ে থেকে কাজ করছেন। সব গোষ্ঠীকে কাজে লাগাচ্ছেন। তৃণমূল থেকে নেতাদের আনছেন। ফলে দল সংখ্যাগরিষ্ঠ হলে প্রয়োজনে তিনি মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী হবেন। তিনি ভোটেও লড়তে পারেন। এতে দল জোর পাবে। ভোটে না লড়ে পরেও জিতে আসতে পারেন। আর এসব কিছুও যদি না হয়, তাহলে ভোটের পর বাংলা থেকে রাজ্যসভায় যাবেন। কারণ যদি সরকার গড়তে বিজেপি নাও পারে, কিছু বিধায়ক বাড়বেই। ফলে তিনি রাজ্যসভায় যেতে পারবেন। সূত্রটির কথায়, কৈলাসজী বাংলার ভোটার হলে বিজেপির পক্ষে জোরালো ইতিবাচক বার্তা যাবে। আর কর্মীরা দারুণ চাঙ্গা হবে। এর প্রাথমিক ভাবনাচিন্তা চলছে। তবে এই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য বিজেপির কোনো মহল থেকে পাওয়া যায়নি। বলা ভালো প্রকাশ্যে কেউ কনফার্ম করেননি। কৈলাসসশিবিরের মতে, বাংলার নেতাদের দিয়ে যে দল ক্ষমতায় আসবে না, এটা কৈলাস বিশ্বাস করেন। তাই নিজে একাংশের কাছে অপ্রিয় হয়েও তিনি মুকুল রায়সহ তৃণমূল থেকে আসা নেতাদের গুরুত্ব দেন। তাঁর থিওরিটা অমিত শাহ, জে পি নাড্ডাও মেনেছেন। নিজে পশ্চিমবঙ্গে মাটি কামড়ে পড়ে থাকেন কৈলাস। দলীয় কর্মসূচিতে গ্রেপ্তার হয়ে সমর্থকদের সঙ্গে লালবাজারে রাত্রিবাসও করেছেন। ফলে বাংলায় ভালো ফল হলে দিল্লির খাতায় কৃতিত্ব কৈলাসেরই থাকবে।

আরও পড়ুন‘টাইম’-এর প্রভাবশালী তালিকায় মোদির পাশেই নাম শাহিনবাগের দাদি’র

মূলত কৈলাসের চাপেই দিলীপ ঘোষরা এখন মুকুল রায়দের মেনে নিয়ে একসঙ্গে কাজ করতে বাধ্য হচ্ছেন। এটা দলের লাভ। অন্য একটি শিবির বলছে, কৈলাস কখনই বাংলার ভোটার হবেন না। তিনি বাইরে থেকে এসেই কর্তব্যপালন করবেন।

 

Related articles

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...
Exit mobile version