Saturday, May 3, 2025

‘টাইম’-এর প্রভাবশালী তালিকায় মোদির পাশেই নাম শাহিনবাগের দাদি’র

Date:

Share post:

 

‘প্রভাবশালী-১০০’৷

২০২০ সালের এই তালিকা প্রকাশ করেছে মার্কিন পত্রিকা ‘টাইম’। ওই তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন আছেন, তেমনই রয়েছেন শাহিনবাগ আন্দোলনের অন্যতম মুখ, ৮২ বছরের ‘দাদি’ বিলকিস। মোদির নাম ‘লিডার’ বিভাগে রয়েছে, আর টাইমের ‘আইকন’ বিভাগে জ্বলজ্বল করছে বিলকিসের নাম।

২০১৯- এর ডিসেম্বর থেকে CAA-র বিরুদ্ধে দক্ষিণ দিল্লির শাহিন বাগে আন্দোলনে বসেছিলেন প্রতিবাদী মানুষ। তাঁদের মধ্যে ছিলেন অশীতিপর বিলকিস। প্রায় রোজ সকালে ওখানে পৌঁছে বসতেন বিক্ষোভকারীদের সঙ্গে৷ থাকতেন মাঝরাত পর্যন্ত। এমনি করেই একদিন হয়ে যান সকলের ‘দাদি’৷ এক বিদেশি সাংবাদিক মার্কিন ‘টাইম’ পত্রিকায় লিখে ফেলেন বিলকিস সম্পর্কে। সেই সাংবাদিক লিখেছিলেন, ‘‘প্রথম যে দিন বিলকিসকে দেখি, কমবয়সিদের ভিড়ে বসেছিলেন তিনি। এক হাতে জপের মালা, অন্য হাতে জাতীয় পতাকা। ভারতের প্রান্তিক মানুষের প্রতিবাদী স্বরের প্রতীক হয়ে উঠেছিলেন তিনি।’’ ওই সাংবাদিককে বিলকিস বলেছিলেন, ‘‘যতক্ষণ আমার শিরা-ধমনী দিয়ে রক্ত চলাচল করবে, আমি এখানেই বসে থাকবো৷’’ প্রসঙ্গত, ওই শাহিন বাগ আন্দোলন ১০১ দিন ধরে চলার পর করোনা সংক্রমণ রোখার অজুহাতে গত ২৪ মার্চ তুলে দেয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিল্লি পুলিশ৷

মজার বিষয়, বিলকিস যাঁর সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলেন, সেই নরেন্দ্র মোদিরও নাম এবার রয়েছে ‘টাইম’-এর ‘লিডার’ বিভাগে। মোদির সঙ্গেই নাম আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট শি চিনফিং, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো’র মতো রাষ্ট্রনেতার। ‘টাইম’ ম্যাগাজিন ভারতের প্রধানমন্ত্রীকে ‘প্রভাবশালী’ বলে চিহ্নিত করে বলা হয়েছে, ‘‘যদিও ভারতের প্রায় সব প্রধানমন্ত্রীই দেশের ৮০ শতাংশ সংখ্যাগরিষ্ঠ হিন্দুর এক জন, একমাত্র নরেন্দ্র মোদিই এমন ভাবে সরকার চালান যা দেখে মনে হয়, দেশের বাকি মানুষের কোনও অস্তিত্বই নেই৷ মহামারি পরিস্থিতিকে বিরোধী-কন্ঠ চাপা দেওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করছেন তিনি। পৃথিবীর সব থেকে বর্ণময় গণতন্ত্র ক্রমশ তলিয়ে যাচ্ছে অন্ধকারে।’’
প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এই নিয়ে চতুর্থ বার মোদির জায়গা হয়েছে ‘প্রভাবশালী’র তালিকায়। একমাত্র প্রথম বার ছাড়া ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে ইতিবাচক কথা কখনই বলতে শোনা যায়নি ‘টাইম’কে।

মোদি ও বিলকিস ছাড়া ‘প্রভাবশালী ১০০’-র তালিকায় রয়েছেন মাত্র আর এক জন ভারতীয়। তিনি অভিনেতা আয়ুষ্মান খুরানা।

spot_img

Related articles

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...