Thursday, August 21, 2025

করোনার ভ্যাকসিন ঠিক কাজ করবে এমন গ্যারান্টি দেওয়া যাচ্ছে না: আধানম

Date:

Share post:

করোনা চিকিৎসায় ফের নেতিবাচক মন্তব্য হু-এর। করোনা রুখতে বিশ্বে যত ভ্যাকসিন তৈরি হচ্ছে সেগুলি যে ঠিকঠাক কাজ করবে এমন গ্যারান্টি দেওয়াও যাচ্ছে না বলে মন্তব্য করেছেন হু-র কর্তা ট্রেডস আধানম ঘেব্রেইসাস। বিশ্বজুড়ে করোনা ভ্যাকসিনের সমবণ্টনের দায়িত্বে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার, জেনেভায় একটি ভার্চুয়াল কনফারেন্সে হু কর্তা দাবি করেন, সারা বিশ্বে কয়েকশো ভ্যাকসিন তৈরি হচ্ছে। তবে একটাও যে করোনা রুখতে ঠিকঠাক কাজ করবে তেমন নিশ্চয়তা নেই। কারণ, নতুন ভ্যাকসিনের কিছু সত্যিই কার্যকরী হয়, কিছু একেবারেই ব্যর্থ। তাই যতক্ষণ না কার্যকারিতা মানবদেহে প্রমাণিত হচ্ছে ততক্ষণ নিশ্চিত হওয়া সম্ভব নয়।

করোনা রুখতে বিশ্বে ২০০ রকমের ভ্যাকসিন ক্যানডিডেট তৈরি হয়েছে বলে জানান আধানম। তার কয়েকটি হিউম্যান ট্রায়াল চলছে। হু-কর্তার মতে, যত বেশি রকমের ভ্যাকসিন মানুষের শরীরে পরীক্ষা করা হবে ততই বেশি কার্যকরিতা প্রমাণিত হবে। তাঁর মতে, ইতিহাসই সাক্ষী যে ভ্যাকসিন গবেষণায় একবারে পুরোপুরি সাফল্য আসেনি। নানা উত্থান-পতনের মধ্যে দিয়েই লক্ষ্যে পৌঁছনো গিয়েছে।
এর আগে আধানম বলেন, ভ্যাকসিন এলেই যে করোনা নির্মূল হবে, এমন নিশ্চয়তা নেই।
বিশ্বে ভ্যাকসিন দৌড়ে এখন এগিয়ে রয়েছে ব্রিটেনের অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকা, আমেরিকার মোডার্না, ফাইজার, জনসন অ্যান্ড জনসন, চিনের তিন সংস্থা সিনোভ্যাক, ক্যানসিনো বায়োফার্ম ও সিনোফার্ম, ভারতের সেরাম, ভারত বায়োটেক, রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিন। তাছাড়াও ইজরায়েল, অস্ট্রেলিয়া, সৌদি আরবেও ভ্যাকসিন তৈরি হচ্ছে। ব্রিটেন, আমেরিকা, চিন, রাশিয়া ও ভারত তাদের ভ্যাকসিন ট্রায়ালের তৃতীয় স্তরে রয়েছে। রাশিয়া তাদের স্পুটনিক টিকার প্রথম ইউনিট নিয়ে এসেছে। রাশিয়ার দ্বিতীয় টিকারও বৃহত্তর ট্রায়াল চলছে। চিনের তিন সংস্থা জরুরি ভিত্তিতে টিকা নিয়ে আসার অনুমতিও পেয়ে গিয়েছে। কিন্তু এই অবস্থাতেও কোনরকম সদর্থক নয় বরং নেতিবাচক মন্তব্য করছে হু।

আরও পড়ুন- দিল্লি হিংসার চার্জশিটে এবার সলমন খুরশিদ, বৃন্দা কারাতের নাম

spot_img

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...