করোনা সংক্রমণ নিয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তি সঙ্গীত শিল্পী এসপি বালাসুব্রহ্মনিয়াম। আজ, শুক্রবার হাসপাতল সূত্রে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অবস্থা অত্যন্ত সংকটজনক। লাইফ সাপোর্টে রয়েছেন তিনি।

আরও পড়ুন- আজ বিহার ভোটের দিন জানাবে নির্বাচন কমিশন

উল্লেখ্য, গত ৫ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল শিল্পীকে। তাঁর শরীরে করোনা উপিসর্গি থাকায় টেস্ট করা হয়। যথারীতি সেই রিপোর্ট পজিটিভ আসে। ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এরপর থেকেই তাঁকে ইসিএমও এবং অনান্য লাইফ সাপোর্টে রাখা হয়। গত চব্বিশ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার খুবই অবনতি হয়েছে বলে জানা যাচ্ছে।