Monday, November 17, 2025

আলোচনা চললেও সীমান্ত ইস্যুতে চিনের চাপের কাছে নতিস্বীকার নয়

Date:

চুশুল মলডোতে ১৩ ঘণ্টার বেশি সময় ধরে চলা ভারত- চিন সীমান্ত বৈঠক নিষ্ফল হয়েছে। কিন্তু তার পরেও সংঘাত কমাতে দুদেশের সেনা পর্যায়ের বৈঠক জারি রাখা হবে বলে জানিয়ে দিয়েছে ভারত। তবে আলোচনা চললেও সীমান্ত ইস্যুতে চিনের অন্যায় দাবির কাছে নতি স্বীকার করবে না ভারত। অতীতের অভিজ্ঞতায় দেখা গিয়েছে, চিন বারবারই নিজেদের দেওয়া প্রতিশ্রুতির খেলাপ করেছে। ফলে গালওয়ান সংঘর্ষ পরবর্তী পর্বে চিনের প্রতিশ্রুতিতে ভুলে এলাকা ছাড়তে রাজি নয় ভারতীয় সেনা। প্যাংগং লেকের দক্ষিণ দিকে সামরিক কৌশলগত দিক থেকে অতি গুরুত্বপূর্ণ পাহাড়ের উচ্চ চূড়াগুলি এখন ভারতীয় সেনার দখলে। গত ৩০ অগাস্টের পর থেকে এই সাফল্য পেয়েছে ভারতীয় সেনা। আর এতেই বিরাট চাপে পড়ে গিয়েছে চিনের লাল ফৌজ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শৃঙ্গগুলি ভারতীয় সেনারা কবজা করে নেবে, এটা চিনের অনুমানের বাইরে ছিল। এর পর থেকেই দেখা যাচ্ছে, সীমান্তে স্থিতাবস্থা ফেরানোর আলোচনা হলেই চিন শর্ত চাপাচ্ছে যে ভারতীয় সেনাকে আগে গুরুত্বপূর্ণ পাহাড় চূড়াগুলি ছাড়তে হবে। কিন্তু চিনের এই কূট কৌশলে আর ভুলতে রাজি নয় ভারত। ফলে পাহাড় চূড়ায় যথারীতি মোতায়েন ভারতীয় সেনা। চুশুল মলডোর বৈঠক ব্যর্থ হওয়ার এটা অন্যতম কারণ। চিন চাইলেও প্যাংগং লেকের দক্ষিণ দিকের প্রভাবশালী এলাকাগুলি থেকে সরতে অস্বীকার করেছে ভারত। যদিও দুই দেশই সিদ্ধান্ত নিয়েছে, সীমান্তে নতুন করে আর বাড়তি সেনা মোতায়েন করা হবে না।

সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, দ্বিপাক্ষিক আলোচনায় লাদাখে স্থিতাবস্থা ফেরানোর জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে ভারত। লাদাখে শান্তি বজায় রাখতে সীমান্তে সম্পূর্ণ সেনা সরানো নিয়ে আলোচনাও চলছে। বিতর্কিত এবাকা থেকে দুই দেশের সেনাকেই সরারোর কথা বলেছে ভারত। সেনা সরানোর সঙ্গে সঙ্গে সীমান্তে শান্তি দীর্ঘস্থায়ী করার বিষয়েও আলোচনা চলছে। তবে বেজিংয়ের কোনও অনৈতিক শর্ত মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছে বিদেশমন্ত্রক। ভারত সেনা সরালে বেজিংকেও বিতর্কিত এলাকা থেকে সেনা সরাতে হবে। লাল ফৌজ নিজেদের ইচ্ছেমত স্থিতাবস্থা বদল করতে পারবে না। এ বিষয়ে কোনও রকম আপস করা হবে না। ভারত যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় তাও চিনকে বারবার বুঝিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-চিন দূর হঠো! ভূখন্ড দখলের প্রতিবাদে এবার চিন-বিরোধী বিক্ষোভ নেপালে

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version