Monday, August 25, 2025

‘কেন আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে?’ মুখ খুললেন গাভাসকর

Date:

“তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে৷” বিরাট-বিতর্কে অবশেষে মুখ খুললেন সুনীল গাভাসকর।

শুক্রবার সন্ধ্যায় গাভাসকার বলেছেন, ‘‘বিরাট কোহালির ব্যর্থতার জন্য আমি কখনই অনুষ্কাকে দোষ দিইনি৷ আমি বলেছি, ওই ভিডিওতে দেখা যাচ্ছে অনুষ্কা বিরাটকে বল করছেন। বিরাট তো ওই বল খেলেছে শুধু লকডাউনের সময়ে। টেনিস বল দিয়ে মজার খেলাটা লকডাউনের সময়ে টাইমপাস ছিল। আমি তো শুধু এটুকুই বলেছি। এর মধ্যে বিরাট কোহলির ব্যর্থতার জন্য অনুষ্কাকে কোথায় দায়ী করা হয়েছে? কেন আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে?”

বিরাট-বিতর্ক যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, সেটা বোঝার পরই নিজের বক্তব্য জানালেন গাভাসকর৷ তিনি বলেছেন, “আমি বরাবরই ট্যুরের সময়ে ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী-কে নিয়ে যাওয়ার পক্ষপাতী। আমি মনে করি, একজন সাধারণ মানুষ ৯টা-৫টা অফিস করার পরে যেমন বাড়িতে স্ত্রী-র কাছে ফেরেন, ক্রিকেটারদের ক্ষেত্রেও তেমনই হওয়া উচিত।’’

প্রসঙ্গত, বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচের সময় কমেন্ট্রি বক্সে ছিলেন গাভাসকর৷ ওই ম্যাচে কোহালি পর পর দু’বার লোকেশ রাহুলের ক্যাচ ফেলেন। ব্যাট করতে নেমে করেন ১ রান। তখনই গাভাসকর বলেছিলেন, “লকডাউনের সময় বিরাট শুধুই অনুষ্কার বোলিংই অনুশীলন করেছে। ওই ভিডিওটা দেখেছি, ওতে কিছু হওয়ার নয়।’’

গাভাসকরের এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে আক্রমণ করা শুরু হয়। শুক্রবার নিজের ইনস্টাগ্রামে উত্তর দেন
অনুষ্কা। তিনি লিখেছেন, ‘‘মিস্টার গাওস্কর, আপনার মন্তব্য কুরুচিকর। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, স্বামীর খেলার জন্য স্ত্রী-কে দায়ী করার মতো ভাবনা কী করে আপনার মাথায় এল? আমি নিশ্চিত, ক্রিকেট ধারাভাষ্যের সময় আপনি প্রত্যেক ক্রিকেটারের ব্যক্তিগত জীবনকে চিরকাল সম্মানই করে এসেছেন।’’

এর পরই মুখ খুলে গাভাসকর জানালেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে৷

আরও পড়ুন- কড়া নিয়মে অনুষ্ঠানের অনুমতি দিন: ‘দিদি’কে আবেদন লোপামুদ্রার, সমর্থন শিল্পীমহলের

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version