Saturday, August 23, 2025

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় আজ সন্ত্রাসবাদ বিরোধী বার্তা দেবেন মোদি

Date:

সন্ত্রাসবাদ মোকাবিলায় গোটা বিশ্বকে একযোগে এগিয়ে আসার বার্তা দিতে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ফের আজ ভারচুয়ালি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সময় সন্ধে ৬টা ৩০ মিনিটে বক্তব্য রাখবেন তিনি।

শনিবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৭৫তম অধিবেশনে প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখবেন তিনি। করোনা’র কারণে এবছর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশন ভারচুয়ালি আয়োজিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগে থেকে রেকর্ড করা একটি বক্তব্য নিউ ইয়র্কের সভায় এদিন প্রচার করা হবে।
সূত্রের খবর, সীমান্ত ওপার থেকে আসা সন্ত্রাসবাদ নিয়েই মূলত বক্তব্য রাখবেন মোদি। নিউ ইয়র্কের সময়ে সকাল ৯টা নাগাদ মোদির বক্তব্য সম্প্রচারিত হবে।

রাষ্ট্রপুঞ্জের অন্যতম বড় সেনা সরবরাহকারী দেশ হিসেবে ভারত রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা মিশনের নীতিগুলি চূড়ান্ত করার বিষয়েও সওয়াল করবে। এছাড়া জলবায়ুর পরিবর্তন যে ভাবে গোটা পৃথিবীর বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেই বিষয়েও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। করোনা আবহে গোটা বিশ্বে ভারতীয় ফার্মেসির ভূমিকার কথাও তিনি উল্লেখ করবেন বলে জানা গিয়েছে। মোদি বলবেন, ১৫০টিরও বেশি দেশে ওষুধ সরবরাহ করে চলেছে ভারত৷ বিশ্বস্তরে শান্তি ও সুরক্ষা বজায় রাখাই যে ভারতের একমাত্র লক্ষ্য এটাই আজ প্রধানমন্ত্রীর বক্তৃতার মূল বিষয়।

আরও পড়ুন-ওয়াকআউট, কড়া জবাব: রাষ্ট্রসংঘে ইমরানের মিথ্যাচার ফাঁস করল ভারত

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version