Friday, August 22, 2025

ওয়াকআউট, কড়া জবাব: রাষ্ট্রসংঘে ইমরানের মিথ্যাচার ফাঁস করল ভারত

Date:

Share post:

প্রথমে ওয়াকআউট করে প্রতীকী প্রতিবাদ। তারপর কড়া বিবৃতি দিয়ে মুখের মত জবাব। রাষ্ট্রসঙ্ঘের ৭৫তম সাধারণ সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মিথ্যাচার এভাবেই ফাঁস করল ভারত। রাষ্ট্রসংঘের সভায় দাঁড়িয়ে ভারতের প্রতিনিধি স্পষ্ট বললেন, সন্ত্রাসবাদ, সংখ্যালঘুদের উপর নির্যাতন, সংখ্যাগুরু মৌলবাদের দাপাদাপি, পরমাণুর গোপন ব্যবসা৷ এই হল গত ৭০ বছরে পাকিস্তানের গৌরব৷

রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি মিজিতো ভিনিতো পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের প্রসঙ্গে বলেন, রাষ্ট্রসংঘের ৭৫তম সাধারণ সভা সাক্ষী থাকল এক নতুন ধরনের নিচুস্তরের কূটনীতির৷ পাকিস্তানের রাষ্ট্রনেতা নিজেই হিংসা ও বিদ্বেষের প্ররোচনাকারীদের হয়ে কথা বলছেন৷ কিন্তু উনি কি নিজেদের দিকে তাকিয়েছেন? এই সভা এমন একজনের দীর্ঘ গলাবাজি শুনল, যাঁর বিশ্ববাসীর কাছে তুলে ধরার মতো কিছুই নেই৷ বিশ্বের উপকারে ভাল কিছু পরামর্শ দেওয়ার যোগ্যতাও নেই৷ শুধু অনর্গল মিথ্যাচারই তাঁর সম্বল।

পাকিস্তানকে তীব্র কটাক্ষ করে এরপর ভিনিতো বলেন, গত ৭০ বছরে বিশ্বের কাছে তুলে ধরার মত পাকিস্তানের একমাত্র গৌরব হল, সন্ত্রাসবাদ, আদিবাসীদের সাফ, সংখ্যাগুরু মৌলবাদ, পরমাণুর গোপন ব্যবসা৷ লস্কর ই তৈবা প্রধান হাফিজ সইদ, জইশ ই মহম্মদের মাসুদ আজহারের উদাহরণও টানেন ভিনিতো। বলেন, এই সেই দেশ, যারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের পেনশন দেয়৷ যে রাষ্ট্রনেতার বক্তব্য আজ আমরা শুনলাম, তিনি গত জুলাই মাসে নিজের দেশের সংসদে দাঁড়িয়ে ওসামা বিন লাদেনকে শহিদ আখ্যা দিয়েছিলেন৷ ৩৯ বছর আগে দক্ষিণ এশিয়ায় গণহত্যা চালিয়েছিল এই পাকিস্তান৷ নিজেদের দেশের মানুষদেরই খুন করেছিল৷ এত বছর পরেও ক্ষমা চাওয়ার প্রয়োজন মনে করেনি৷ ভিনিতোর কথায়, আজ যিনি রাষ্ট্রসংঘে বিষোদগার করছেন, তিনি ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বসমক্ষে স্বীকার করেছিলেন, পাকিস্তানে এখনও ৩০ থেকে ৪০ হাজার জঙ্গি রয়েছে, যারা পাকিস্তানে প্রশিক্ষণ নিয়ে আফগানিস্তান ও জম্মু-কাশ্মীরে ভারতের অংশে হামলা চালাচ্ছে৷ এই সেই দেশ, যারা ধাপে ধাপে সংখ্যালঘুদের সাফ করছে৷ তার মধ্যে হিন্দু, খ্রিস্টান, শিখ সহ অন্যান্যরা রয়েছেন৷ ইসলামোফোবিয়ার কথা তুলে চিত্‍কার করা পাকিস্তানের মানায় না৷ পাকিস্তান সেই দেশ, যারা তাদের দেশের একটি নির্দিষ্ট অংশের মুসলিমদের উপরেই দিনের পর দিন অত্যাচার করছে৷

প্রসঙ্গত, শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভিডিও বিবৃতিতে কাশ্মীর সহ ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন ইমরান খান৷ পাক প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হতেই ভারতের প্রতিনিধি মিজিতো ভিনিতো ওয়াকআউট করেন৷ ভারত এরপর পাকিস্তানকে জানায়, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কেন্দ্রশাসিত অঞ্চল আছে ও থাকবে৷ এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়৷ রাষ্ট্রসংঘের বিবৃতিতে ইমরান খান বলেছিলেন, বিভিন্ন দেশে ‘ইসলামোফোবিয়া’ বাড়ছে৷ মুসলমানদের খুন করা হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে৷ কোভিড অতিমারির আবহে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো চলছে৷ পাক সংবাদপত্র ডন-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ইমরানের বক্তব্য, ভারত তাদের অভ্যন্তরীণ সমস্যা থেকে নজর ঘোরাতে পাকিস্তানের বিরুদ্ধে সেনাকে ব্যবহার করছে৷ এরপর এদিনই মানবাধিকার কাউন্সিলে ৪৫তম অধিবেশনে ভারত বলে, পাকিস্তানের অন্যকে নিয়ে মিথ্যে প্রচার করা উচিত নয়৷ মনে রাখতে হবে, সবচেয়ে খারাপ মানবাধিকার লঙ্ঘন ও মানবতার বিরুদ্ধে অপরাধ হল সন্ত্রাসবাদ, যা পাক সরকারের মদতে পাকিস্তানে ধারাবাহিকভাবে হয়ে চলেছে।

আরও পড়ুন-ভেঙে পড়ল ইউক্রেনের সেনা বিমান! ভয়াবহ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ২২

spot_img

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...