Tuesday, December 2, 2025

বাদ রাহুলও, রাজ্য বিজেপির আদি নেতাদের মুছে দিল দিল্লি

Date:

Share post:

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে যে ভারতীয় জনতা পার্টি কথায় কথায় জয়ধ্বনি দেয়, সেই বিজেপির জাতীয় পরিষদ থেকে মুছে দেওয়া হলো আদি বিজেপিদের। এবার শুধু তৎকাল বিজেপির ভিড়। দিল্লির রাজনৈতিক মহল বলছে, ক্ষমতা বিষম বস্তু। আর তা পেতে দীন দয়াল মার্গের নেতৃত্বের এখন একটাই স্লোগান… ‘মারি অরি পারি যে কৌশলে।’

এ রাজ্যে আদি বিজেপির অন্যতম অবশ্যই রাহুল সিনহা। তিনি দলের প্রাক্তন রাজ্য সভাপতি। ছিলেন সর্বভারতীয় সম্পাদকও। এক ধাক্কায় তিনি নেই, কোত্থাও নেই। না রাজ্যে, না কেন্দ্রে। এবার শুধু তৎকাল বিজেপির ভিড়৷

মুকুল রায় তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে। দীর্ঘ ৪০ মাসের বেশি সময় তিনি পদহীন ছিলেন। ‘এখন বিশ্ববাংলা সংবাদ’ই প্রথম জানিয়েছিল, মুকুল হয় দলের সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন। নইলে তাঁকে সাংসদ করে মন্ত্রী করার সম্ভাবনা থাকছে। মুকুল গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদই পেলেন। যে মুকুল রায় তাঁর ভাষণে বলেছিলেন মোদির গায়ে রক্তের দাগ রয়েছে, কিংবা বিজেপির বর্তমান উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী এবং এক সময়ের বাংলার দায়িত্বে থাকা সিদ্ধার্থনাথ সিং বলেছিলেন ‘ ভাগ মুকুল ভাগ’, সেই তৎকাল বিজেপি মুকুল রায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। বিজেপি চায় তৃণমূলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা প্রাক্তন রেলমন্ত্রীর অভিজ্ঞতা দলের কাজে লাগবে।

আরও পড়ুন- NCB তদন্ত চওড়া হচ্ছে, ড্রাগ-কাণ্ডে এবারের নিশানা হৃত্বিক-শাহিদ

একই কথা অনুপম হাজরার ক্ষেত্রেও বলতে হয়। মুকুল ঘনিষ্ঠ। বোলপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ। দল ছাড়ার পরেও বোঝা যেত না তিনি ঠিক কোন দলে আছেন। নানা সময়ে নানা বিতর্কে। রাজনৈতিক কর্মকাণ্ডে খুব একটা দেখা যায় না। তৃণমূলে থাকাকালীনও তাঁর গুরুত্ব সেভাবে ছিল না। যেটা একজন সাংসদ হিসাবে থাকা উচিত ছিল। অথচ সেই অনুপম বিজেপির সর্বভারতীয় সম্পাদক। তৎকাল বিজেপির দ্বিতীয় পদাধিকারী।

আর রাজু বিস্তের কথা যত কম বলা যায়, ততই ভাল। ব্যবসায়ী। বাইরে থেকে এসে এখন বাংলার সঙ্গে মানিয়ে নিতে পারেননি। বাংলার হালচাল জানেন না। কৃষ্টি-সংস্কৃতি বোঝেন না। গোর্খাল্যান্ডের সমর্থক। আলাদা রাজ্য চান। তিনি বিজেপির সর্বভারতীয় মুখপাত্র। ভাবা যায় না। তৎকাল বিজেপির শ্রেষ্ঠ উদাহরণ তিনি।

আরও পড়ুন- গরিব মানুষের মুখে অন্ন তুলে দিতে “দিদির রান্নাঘর”, ১০ টাকায় পেটপুরে খাবার

বাংলায় তৃণমূলনেত্রীর বিরুদ্ধে লড়াইয়ে কোনও মহিলা নেত্রীকে সামনে আনাই হলো না। সংসদ কাঁপাচ্ছেন, এক সময় রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী হিসাবে আন্দোলনের ঢেউ তুলেছিলেন লকেট। কী আশ্চর্য সেই লকেটও নেই কমিটিতে। দীর্ঘদিন ধরে যারা রাজ্য বিজেপির অস্তিত্ব অক্ষুন্ন রেখেছিলেন, তারা নেই কোত্থাও। সব জায়গাতেই তৎকাল গন্ধ।

এই বিজেপি আসলে আদর্শ নয়, ক্ষমতায়নে বিশ্বাস করে। ক্ষমতায় আসতে বড় বল-ভরসা মুকুল-অনুপমের মতো তৎকাল বিজেপিরা। সেই ছায়া জাতীয় পরিষদ জুড়ে। দিল্লির রাজনৈতিকমহল বলছে, বাংলায় বিজেপির ভবিষ্যৎ যাই হোক না কেন, আগামী তিন বছর দীন দয়াল মার্গে মুকুল আর অনুপমের নিজস্ব চেম্বার কিন্তু কেউ কাড়তে পারবে না!

আরও পড়ুন- মর্মান্তিক ! বৎসোয়ানায় জলে ভয়ঙ্কর বিষ, মৃত্যু ৩৫০ হাতির

spot_img

Related articles

বাজেট পরিকল্পনায় ‘দীর্ঘমেয়াদি উন্নয়ন’ জোরদার করতে উদ্যোগ রাজ্যের

আগামী ২০২৬–২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট এবার রাষ্ট্রসংঘ নির্ধারিত দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যের সঙ্গে আরও বেশি সামঞ্জস্য করে প্রণয়নের উদ্যোগ...

গ্রুপ সি -ডি’তে থাকা ‘অযোগ্য’দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

গ্রুপ সি ও ডি তে 'অযোগ্য' কারা তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই...

কোহলি ভক্ত ছেলের মাঠে অনুপ্রবেশ, রাঁচি যাচ্ছেন বাবা

নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে রবিবার রাঁচির স্টেডিয়ামে বিরাট কোহলির(Virat Kohli) কাছে পৌঁছে গিয়েছিলেন ভক্ত শৌভিক মুর্মু। আবেগ কি...

উচ্চ মাধ্যমিকে ১২ পাতার মধ্যেই উত্তর বাধ্যতামূলক, নয়া নির্দেশ জারি সংসদের

উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ঘোষণা করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৬ সালের চতুর্থ সেমিস্টার থেকে শিক্ষার্থীরা...