Big Breaking: ইউজিসি-র গাইডলাইন মেনে ২ নভেম্বর থেকে রাজ্যে শুরু কলেজের ক্লাস

ইউজিসি-র গাইডলাইনকে মান্যতা দিয়ে ২ নভেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে কলেজের ক্লাস। রবিবার রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ওই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ঠিক হয়েছে স্নাতকোত্তর স্তরের ক্লাস শুরু হবে নভেম্বরের শেষ অথবা ডিসেম্বর মাসের শুরুতে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৮০-২০ শতাংশ ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে আসন সংরক্ষণ করা হবে। আপাতত অনলাইনে ক্লাস হবে। লেখাপড়ার ঘটাতি মেটাতে সপ্তাহে ৬ দিন ক্লাস হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবারই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ২০২০-২১ শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেছেন। ইউজিসি-র তৈরি করা ওই গাইডলাইনে বলা হয়েছে, ৩১ অক্টোবরের মধ্যেই ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। ১ নভেম্বর থেকে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু করতে হবে। পাশাপাশি ইউজিসি বলেছে, লেখাপড়ার ঘাটতি পূরণ করতে ৬ দিন ক্লাস হবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে। এরাজ্যে ৩১ অক্টোবরের মধ্যে স্নাতক স্তরের ফল প্রকাশ হবে। সেক্ষেত্রে স্নাতকোত্তর স্তরের ক্লাস নভেম্বরের প্রথমে শুরু করা সম্ভব না। ভর্তি প্রক্রিয়া শেষ করতে ২১ দিন থেকে ১ মাস সময় লাগবে। ফলে ক্লাস শুরু হবে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুর দিকে। এদিন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়গুলি নিজেদের পড়ুয়াদের জন্য ৮০ শতাংশ আসন এবং অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ২০ শতাংশ আসন সংরক্ষণ করবে।

আরও পড়ুন:খুঁটিপুজোতেই চমক বৃন্দাবন মাতৃমন্দিরের, দেখে নিন

Previous articleশ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তায় বিসিবি, ক্রিকেটারদের তিনদিনের ছুটি
Next articleআত্মনির্ভর ভারতে মূল ভূমিকা পালন করছেন কৃষকরা : ‘মন কি বাত’এ মোদি