Tuesday, May 6, 2025

মিলে গেলো অঙ্ক৷ প্রত্যাশামাফিক নীতীশ কুমারের দলেই যোগ দিলেন বিহারের প্রাক্তন ডিজি গুপ্তেশ্বর পান্ডে।

গুঞ্জন ছিল, স্বেচ্ছাবসর নিয়েই JDU-তে যোগ দেবেন বিহারের প্রাক্তন ডিজি। কিন্তু শনিবার পাটনায় JDU অফিসে গিয়ে নীতীশ কুমারের সঙ্গে দেখা করে ফিরে যান। সাংবাদিকদের বিভ্রান্ত করতে বলেছিলেন, “রাজ্যে এতদিন স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছেন নীতীশ কুমার। তাই তাঁকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। রাজনীতিতে যোগ দেব এমনকিছু এখনও ঠিক করিনি। আমি মানুষের ডিজি। বক্সারের মানুষই ঠিক করবেন, এরপর আমি কী করব।”
এসব কথার ২৪ ঘণ্টার মধ্যেই ঘুরে গেলেন গুপ্তেশ্বর। রবিবার নীতীশ কুমারের সরকারি বাসভবনে এসে যোগ দিলেন JDU-তে। রবিবার গুপ্তেশ্বর বলেন, “মুখ্যমন্ত্রী নিজে আমাকে JDU-তে যোগ দিতে বলেছিলেন। দল যা বলবে সেটাই করবো। রাজনীতি খুব একটা বুঝি না। এতদিন সমাজের একেবারে নীচুতলার মানুষের জন্য কাজ করেছি। রাজনীতি এসেও সেই কাজই করবো৷”
বিহারজুড়ে জোর জল্পনা, JDU-র টিকিটে এবার বিধানসভায় লড়তে পারেন গুপ্তেশ্বর। সম্ভবত বক্সার থেকেই তিনি নির্বাচনে লড়াই করতে পারেন।

আরও পড়ুন- আল কায়দা যোগে ফের মুর্শিদাবাদ থেকে ধৃত এক

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পুলিসে অভিযোগ করেছিলেন সুশান্তের বাবা। অভিযোগ ছিল, সুশান্তের টাকা হস্তগত করে তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন রিয়া। ওই অভিযোগের তদন্তে তৎপরতা দেখিয়েছিলেন এই গুপ্তেশ্বর পান্ডে৷ ।
বিহার সরকারের ওই সক্রিয়তা দেখে বিহার পুলিসের উদ্দেশ্য প্রশ্ন তুলেছিলেন রিয়া চক্রবর্ত্তী। তার উত্তরে রিয়ার ‘অওকাত’ নিয়েও প্রশ্ন তোলেন গুপ্তেশ্বর। ডিজি বলেন, নীতীশ কুমারের সমালোচনা করার কোনও অধিকার নেই রিয়ার। এনিয়ে প্রবল জলঘোলা হয় রাজ্যে। পুলিসের একজন আধিকারিক কীভাবে এরকম মন্তব্য করতে পারেন তা নিয়েও প্রশ্ন তোলে বিভিন্ন মহল।

 

Related articles

জাফরাবাদে জোড়া খুন মামলায় সিবিআই তদন্তের আবেদন শুনলো না সিঙ্গল বেঞ্চ

ওয়াকফ অশান্তির জেরে মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদে বাবা- ছেলের খুনের ঘটনায় সিবিআই তদন্তের (CBI investigation)আবেদন শুনলেন না কলকাতা হাইকোর্টের...

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...
Exit mobile version