Monday, November 10, 2025

ডার্বির লড়াই এবার আইএসএলেও! সরকারিভাবে অন্তর্ভুক্তি ইস্টবেঙ্গল

Date:

কলকাতার ডার্বি এবার আইএসএলেও। ১৩০ বছরের বাঙাল-ঘটির লড়াই দেখা যাবে সুপার লিগেও!

আইএসএলে ১১তম দল হিসাবে খেলবে এবার কলকাতার ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন নীতা আম্বানি রবিবার সরকারিভাবে একথা জানালেন। লাল-হলুদ ব্রিগেডকে স্বাগত জানিয়ে নীতা বলেন, দেশের এক নম্বর ফুটবল লিগের সপ্তম বর্ষে অভিনন্দন জানাচ্ছি।

শ্রীসিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন নামে আইএসএল খেলবে তারা। শ্রীসিমেন্ট ক্লাবের অধিকাংশ শেয়ার কিনে নিয়েছে। মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই গাঁটছড়া তৈরি হয়।

এটিকে-মোহনবাগানের পর এবার শ্রীসিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন। নীতা আম্বানি বলেন, দুই দলেরই লক্ষ লক্ষ দর্শক রয়েছে। সুপার লিগে এই দুই দলের অন্তর্ভুক্তি শুধু যে বাংলার বুকে দারুণ সাড়া ফেলবে তাই নয়, টুর্নামেন্টকে ঘিরে প্রচুর নতুন প্রতিভা উঠে আসবে। ফুটবলকে জনপ্রিয় করার প্রশ্নে পশ্চিমবঙ্গের ভূমিকা সবচেয়ে বেশি। দেশ জুড়ে প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে এই টুর্নামেন্ট বড় ভূমিকা নেবে।

আইএসএলে ১১টি দল হলো : এটিকে মোহনবাগান, শ্রীসিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন, মুম্বই সিটি এফসি, ওড়িশা এফসি, নর্থ ইস্ট ইন্ডিয়া, হায়দরাবাদ এফসি, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়েন এফসি, এফসি গোয়া, কেরালা ব্লাস্টার ও জামশেদপুর এফসি।

আইএসএল খেলা হবে সম্ভবত নভেম্বর থেকে মার্চের মধ্যে। গোয়াতে। মূলত তিনটি স্টেডিয়ামে খেলা হবে, জওহরলাল নেহরু স্টেডিয়াম, ফতোদরা, জিএমসি অ্যাথেলেটিক স্টেডিয়াম বাম্বোলিন এবং তিলক ময়দান স্টেডিয়াম, ভাস্কো।

আরও পড়ুন-থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৩ বছরের শিশুর পাশে মুখ্যমন্ত্রী

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version