Tuesday, November 4, 2025

একসঙ্গে ৪৪৫ জন শিক্ষাকর্মী-শিক্ষক-প্রধান শিক্ষকের বদলির নিয়োগপত্র দিল পর্ষদ

Date:

গত সপ্তাহে মধ্যশিক্ষা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন কার্তিক মান্না। আর এরপরই একদিনে ৪৪৫ জন শিক্ষক, শিক্ষাকর্মী এবং প্রধান শিক্ষকের বদলির নিয়োগপত্রে সই করলেন তিনি। জানা গিয়েছে, এই সবই বিশেষ বদলি। শিক্ষা দফতর থেকে বদলির ছাড়পত্র নিতে হয়। কিছু ক্ষেত্রে বদলির ফাইল দেখেছেন খোদ শিক্ষামন্ত্রী।

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় অসুস্থ। সেই কারণে, কলকাতা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান কার্তিক মান্নাকে অস্থায়ীভাবে এই পদের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এই কাজ আগেই শুরু হয়েছিল। লকডাউন চলাকালীন অনলাইনে বদলির রেকমেন্ডেশন লেটার দেওয়া হয়। তা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন প্রার্থীরা। কাজে যোগ দেওয়ার জন্য মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র প্রয়োজন হয়। যদিও পর্ষদ থেকে তা ছাড়া হয়নি।

এই বদলির ছাড়পত্রে স্বস্তিতে শিক্ষক থেকে প্রধান শিক্ষকরা। কিন্তু এই বদলি নিয়ে বেশ কিছু শিক্ষক সংগঠন প্রশ্ন তুলেছে। পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নবকুমার কর্মকার বলেন, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দূর-দূরান্তের শিক্ষকদের বাড়ির কাছে বদলি হলে ভালো হতো। বদলির ক্ষেত্রে দূরত্বকে গুরুত্ব দেওয়ার কথা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে একই জেলায় এক মহাকুমা থেকে অন্য মহাকুমা অঞ্চলে বদলি করা হয়েছে। অন্তত ২৫ থেকে ৩০ জন প্রধান শিক্ষক বদলি হয়েছেন। এভাবে যে স্কুল থেকে প্রধান শিক্ষক বদলি হলে তা অভিভাবকহীন হয়ে পড়বে।

আরও পড়ুন:অনুপম হাজরাকে গ্রেফতারের দাবিতে থানায় মুকুল

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version