Friday, November 7, 2025

পেশা মাছ ধরা। তাই দিয়েই চলত সংসার। রোজ ভগবানকে ডাকতেন, যাতে কোনও একটা চমৎকার হয়। যাতে ভাগ্যের চাকা ঘুরে যায়। বৃদ্ধার সেই স্বপ্নই বোধহয় পূর্ণ হল।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলা গঙ্গাসাগরের চকফুলডুবি গ্ৰামে। স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মত এদিনও ভোরবেলা মাছ ধরতে গিয়েছিলেন পুষ্প কর নামে ওই বৃদ্ধা। হঠাৎ তিনি দেখতে পান যে একটা বিশাল আকৃতির একটি মাছ ভেসে আসছে পাড়ের দিকে। তিনি নিজের মাছ ধরার জালটিকে ওই মাছের দিকে ঠেলে দেন। কিন্তু অত সহজে ওঈ মাছ কব্জা করা কঠিন ছিল। মাছটি জালে আটকানো তো দূর, উল্টে পুষ্পদেবীকেই সেটি টেনে নেয় জলের দিকে। বিপদ বুঝে বাকি মৎস্যজীবীদের হাঁক দেন বৃদ্ধা। সকলে মিলে মাছটিকে টেনে তোলেন পাড়ে।
এরপরই ছিল আসল গল্প। মাছটি বিক্রি করতে বাজারে যান পুষ্প দেবী। সেখান থেকেই জানা যায়, সেটি একটি বিরল প্রজাতির ভোলা মাছ এবং তার ওজন ৫৩ কিলো ৬০০ গ্রাম। এত ওজন দেখে নিলামে তোলা হয় মাছটিকে। নিলামে ওই মাছটির দর ওঠে প্রতি কিলো ৬২০০ টাকা টোটাল মাছটির মূল্য দাঁড়ায় ৩ লক্ষ ৩২ হাজার ৩২০ টাকা।
হঠাৎই লক্ষ্মীলাভ হওয়ায়, খুবই খুশি গরীব পরিবারটি। বৃদ্ধা পুষ্প কর জানিয়েছেন, কষ্ট করে সংসার চলত। এবার কিছুটা বদলাবে পরিস্থিতি।
মৎস্যজীবীরা মনে করছেন, ওই মাছটি হয়তো কোনও জাহাজের সাথে ধাক্কা লেগে সমুদ্রের পাড়ের দিকে চলে এসেছিল। আর তখনই সেটি আটকায় ওই বৃদ্ধার জালে।

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version