Saturday, August 23, 2025

ভাইরাসের জেরে ক্ষতি হতে পারে হৃদযন্ত্র ও কিডনির, স্বাস্থ্যমন্ত্রীর কথায় নতুন আশঙ্কা

Date:

শুধু ফুসফুস নয়। ভাইরাস সংক্রমণের ফলে হৃদরোগের সমস্যা হতে পারে। এতদিন পর্যন্ত জানা ছিল, ভাইরাস সংক্রমণের জন্য ক্ষতিগ্রস্থ হয় ফুসফুস। কিন্তু গবেষণায় উঠে এলো নতুন তথ্য। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন গবেষণা থেকে উঠে আসা তথ্যের কথা জানান।

সাপ্তাহিক ‘সানডে সংবাদ’ অনুষ্ঠানে এই গবেষণার তথ্য তুলে ধরেন তিনি। ওই অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়, জনস্বাস্থ্যের উপর ভাইরাসের প্রভাব এবং এই বিষয়ে সরকার কী পরিকল্পনা করছে? এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, নতুন গবেষণা সম্পর্কে সরকার অবহিত আছে। গবেষণায় দাবি করা হয়েছে ভাইরাসের সংক্রমণ হলে শুধুমাত্র ফুসফুসের অসুখ হয় না। ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর, হৃদযন্ত্র এবং কিডনির উপর প্রভাব পড়ে।

তিনি জানিয়েছেন, এই ধরনের গবেষণা কয়েকজনের উপর করা হয়ে থাকে। তাই গবেষণার ফলের উপর ভিত্তি করে বৃহৎ জনসংখ্যার ক্ষেত্রে কোনও সিদ্ধান্তে আসা ঠিক হবে না। তবে যে কোনো সময় এ বিষয়টি গুরুতর হয়ে উঠতেই পারে। সেই কারণে একটি বিশেষজ্ঞ দল তৈরি করা হয়েছে। যারা এই বিষয় নিয়ে কাজ করবে। আইসিএমএর মতো প্রতিষ্ঠানকেও এ কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছি। এদিন স্বাস্থ্যমন্ত্রী, ধর্মীয় স্থান সহ জনবহুল এলাকায় মাস্ক পরার কথা বলেছেন।

আরও পড়ুন:ট্রায়াল শেষ না করেই বেআইনিভাবে হাজার হাজার মানুষকে করোনার টিকা দিচ্ছে চিন!

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version