Wednesday, May 7, 2025

মাটিতে আছড়ে ফেলে স্ত্রীকে মারধর করছেন এক ব্যক্তি। জীবন বাঁচাতে চিৎকার করছেন স্ত্রী। খোদ পুলিশ কর্তার বাড়িতে এই চিত্র। ঘটনায় অভিযুক্ত মধ্যপ্রদেশ পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল পুরুষোত্তম শর্মা। ভিডিও ভাইরাল হতে নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। সোমবার তাঁকে বরখাস্ত করা হয়।

২০০৮ সালে নির্যাতনের অভিযোগ করেছিলেন স্ত্রী। বরখাস্ত হওয়ার পরেও নিজেকে নির্দোষ বলে দাবি করছেন পুরুষোত্তম। গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন সদ্য প্রাক্তন পুলিশ কর্তা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ৩২ বছরের বিবাহিত জীবন। তিনি যদি সত্যি হিংস্র স্বভাবের মানুষ হতেন তবে আগেই স্ত্রী তাঁর বিরুদ্ধে অভিযোগ করতেন। এমনকী ২০০৮ সালে তাঁর বিরুদ্ধে ওঠা নির্বাচনের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে গোপনে তোলা হয়েছে। আগে থেকে ক্যামেরা সেট করা হয়েছিল। ভিডিওতে দেখা যাচ্ছে প্রাক্তন ওই পুলিশ কর্তা পিছন দিক থেকে স্ত্রীকে জাপটে ধরেন। এরপর চিৎকার করতে থাকেন ওই মহিলা। হঠাৎই স্ত্রীকে আছে মাটিতে ফেলে দেন পুরুষোত্তম।  এরপর একের পর এক আঘাত করতে শুরু করেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আরও দুই ব্যক্তি।

পুরুষোত্তম শর্মার দাবি, এটা অপরাধ নয়। নিছক পারিবারিক বিরোধ। কিন্তু তাঁকে অপরাধের চেহারা দেওয়ার চেষ্টা করছে। ফাঁসানোর জন্য স্ত্রী ঘরে ক্যামেরা লাগিয়েছিলেন বলে দাবি তাঁর। তাঁর আরও বক্তব্য, ২০০৮ সালে স্ত্রী অভিযোগ করে থাকলে এখনও একই বাড়িতে থাকবেন কেন। তাঁর স্ত্রী সব রকম সুযোগ-সুবিধা ভোগ করছেন জানিয়েছেন পুরুষোত্তম। এমনকী তাঁর অর্থ খরচ করে বিদেশ ভ্রমণ করেছেন বলে দাবি প্রাক্তন পুলিশ কর্তার।

আরও পড়ুন:করণের নাম জড়ালে মাদক মামলায় মিলবে ছাড়! চাঞ্চল্যকর অভিযোগ ক্ষিতিজের

Related articles

আমরা শুধু নিরীহদের হত্যার বদলা নিয়েছি: রাজনাথ সিং

পহেলগাম হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। তিন স্তরের সেনা একযোগে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তান...

কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সময়, আতঙ্কিত হওয়ার কারণ নেই: বার্তা মুখ্যমন্ত্রীর

এটা বিভেদের সময় নয়। কাঁধে কাধ মিলিয়ে লড়াইয়ের সময়। আতঙ্কিত হওয়ার কারণ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে...

অপারেশন সিন্দুরের উত্তর দিতে দুঘণ্টার বৈঠক! জাতীয় পতাকায় দফন জঙ্গিদের

রাতের অন্ধকারে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে ভারতের অপারেশন সিন্দুর। ২৫ মিনিটে ২৪ মিসাইল ও ড্রোন হামলা সফলভাবে চালায়...

পহেলগামে সিঁদুর মোছার বদলা ‘অপারেশন সিন্দুর’! কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ সদ্য স্বামীহারা হিমাংশীর

পহেলগামে নৃশংস জঙ্গি হামলায় সদ্য বিবাহিত স্বামী লেফটেন্যান্ট বিনয় নারওয়ালকে হারিয়েছেন হিমাংশী। 'অপারেশন সিন্দুর'কে (Operation Sindur) তাই পহেলগাম...
Exit mobile version