Thursday, May 22, 2025

বর্তমান সময়ে ব্যতিক্রমী! নিজের ফ্ল্যাট দলের কাজে দান করলেন সিপিএম কর্মী ছায়া পালিত

Date:

Share post:

বর্তমান সময়ে এক ব্যতিক্রমী রাজনৈতিক কর্মী ছায়া পালিত। রাজনীতি করে নিজের আখের গুছোনো যে সময়ের প্রায় স্বাভাবিক চিত্র হয়ে উঠেছে, সে সময়ে দাঁড়িয়ে ছায়া পালিতের মত রাজনৈতিক কর্মীরা দল নির্বিশেষে সবার কাছেই এক আদর্শ উদাহরণ হয়ে উঠতে পারেন।

জেনে নেওয়া যাক, কী করেছেন তিনি। কলকাতার বাঁশদ্রোণী এলাকার সিপিএম সদস্য ছায়া পালিত। দীর্ঘদিন ধরেই গণতান্ত্রিক মহিলা সমিতি ও সিপিএমের সঙ্গে যুক্ত। এই কোভিড মহামারি পরিস্থিতিতে দুস্থ মানুষের চিকিৎসার জন্য নিজের ফ্ল্যাট দলকে দিয়ে দিয়েছেন ছায়াদেবী। সিপিএমের জনস্বাস্থ্য সংগঠন পিপলস রিলিফ সোসাইটির হাতে ফ্ল্যাট দান করেছেন এই সিপিএম কর্মী। তাঁর স্বামী প্রয়াত বিমল পালিতের স্মৃতির উদ্দেশে ফ্ল্যাটটি পিপলস রিলিফ সোসাইটিকে দান করেন তিনি। সোমবার সিপিএমের চিকিৎসক নেতা ফুয়াদ হালিমের হাতে সমস্ত কাগজ আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন এই অসাধারণ রাজনৈতিক কর্মী।

বর্তমান সময়ে রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠা সমাজের গা সওয়া হয়ে গেছে। সাধারণ মানুষের চোখে রাজনীতি মানেই যেন ক্ষমতার লোভ, সুবিধাবাদ আর আখের গোছানো। রেশন দুর্নীতি থেকে আমফানের ত্রাণের টাকা লুঠই হোক বা কোনও দলীয় পদে থেকে রাতারাতি সম্পত্তি বাড়ানো। উদাহরণ নানা রকম। সিপিএমেও নব্য জমানার বহু কর্মীর বিরুদ্ধেই অভিযোগ ওঠে, দলকে বেশি টাকা লেভি দেওয়ার ভয়ে তাঁরা নিজেদের প্রকৃত আয়ের তথ্য জানান না, দলের কাছে লুকিয়ে রাখেন। আর রাজ্য বা কেন্দ্রের ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো আছেই। এই মরুভূমিতে দাঁড়িয়ে ছায়া পালিতের মত উদার, মানবিক ও অসাধারণ আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করা ছায়া পালিতের মত রাজনৈতিক কর্মীরা সব রাজনৈতিক দলের কাছেই প্রণম্য।

 

spot_img

Related articles

ভারতীয় নৌসেনার পাঁচ যুদ্ধজাহাজ নির্মাণের বরাত পেল গার্ডেনরিচ শিপবিল্ডার্স

দেশীয় জাহাজ নির্মাণ শিল্পে বড় সাফল্য পেল কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসি)। ভারতীয় নৌসেনার জন্য প্রায়...

পিটিয়ে চামড়া ছাড়িয়ে নৃশংস হত্যা! অসমে উদ্ধার রয়্যাল বেঙ্গল টাইগারের দেহ

অসমের কাজিরাঙ্গার গোলাঘাট এলাকা থেকে উদ্ধার হল এক নৃশংসভাবে খুন হওয়া রয়্যাল বেঙ্গল টাইগারের দেহ। বাঘটির চারটি পা...

সৃঞ্জয়ের পর দেবাশিস, দলবদলু প্রসূন!

মাঠের লড়াইয়ের পর এবার ক্লাবের নির্বাচনের লড়াইয়েও দল বদলু প্রসূন বন্দ্যোপাধ্যায়(Prasun Banerjee)। না আমরা বলছি না। বৃহস্পতিবার প্রসূন...

বইপ্রেমীদের জন্য সুখবর, অ্যাক্রোপলিস মলে পাঁচ দিন ব্যাপি বইমেলার আয়োজন

শহর কলকাতার আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রিয় বইয়ের গন্ধে এবার মাতোয়ারা অ্যাক্রোপলিস মল। ভরা গ্রীষ্মে বইমেলার আয়োজন, উদ্যোগে...