Tuesday, November 11, 2025

ফের বলিউডে রহস্যমৃত্যু, উদ্ধার উঠতি অভিনেতার ঝুলন্ত দেহ

Date:

ফের বলিউডে রহস্যজনক মৃত্যু। রবিবার রাতে মুম্বইয়ের আন্ধেরি এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল ২৬ বছরের এক উঠতি অভিনেতার ঝুলন্ত দেহ। মৃত অক্ষত উৎকর্ষ চৌধুরী বিহারের মুজফফপুরের সিকন্দরপুর বাসিন্দা বলে জানা গেছে।

পরিবার সূত্রে খবর, লখনউয়ে এমবিএ পড়তে এসেছিলেন উৎকর্ষ। সেখান থেকে ভোজপুরী সিনেমায় অভিনয়ের জন্য তিনি মুম্বইতে আসেন। গত দুই বছর ধরে মুম্বইয়ে ছিলেন উৎকর্ষ সেখানে আন্ধেরি ওয়েস্টে সুরেশ নগরে ভাড়ার ফ্ল্যাটে থাকতেন। তাঁর এক কাকু রণজিৎ সিং পুলিশকে জানিয়েছেন, রবিবার রাত ন’টায় বাবার সঙ্গে কথা হয় অক্ষতের। এরপর গভীর রাতে একটি ফোন আসে, জানানো হয় অক্ষত আর নেই। পুলিশ সূত্রে খবর, মৃতের ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।

ইতিমধ্যেই ময়নাতদন্তের পর পুলিশ উৎকর্ষের দেহ তাঁর পরিবারের হাতে তুলে দিয়েছে। পরিবারের সদস্যরা উৎকর্ষের দেহ বিহারে নিয়ে গিয়েছেন। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে বাড়ির ছোট ছেলেকে। মুম্বই পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে অক্ষতের পরিবার।

ঠিক কী কারণে তাঁর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। অক্ষতের বন্ধুরা জানিয়েছেন, লকডাউনে কাজ হারিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন অক্ষত। তাছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেও তেমন সুযোগ মেলেনি। বেশ কয়েকজনের কাছ থেকে ধার করেছিলেন। তাঁরা আরও জানিয়েছেন, রবিবার সকাল থেকেই কিছুটা মনমরা ছিলেন উৎকর্ষ। এরপরে রাত সাড়ে এগারোটা নাগাদ ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।

উৎকর্ষের সঙ্গে ওই একই ফ্ল্যাটে থাকতেন অন্য এক উঠতি অভিনেত্রী স্নেহা চৌহান। এদিকে মৃতের এক আত্মীয় জানিয়েছেন, আকাঙ্খা দুবে নামে দ্বিতীয় এক তরুণীর সঙ্গেও উৎকর্ষের সম্পর্ক ছিল। আকাঙ্খা উৎকর্ষের এমবিএ-র সহপাঠিনী ছিলেন।

উৎকর্ষ মুম্বইয়ের একটি বেসরকারি সংস্থায় কাজের পাশাপাশি অভিনয় করতেন। আসন্ন একটি সিনেমা লিট্টি চোখা-তেও তিনি কাজ করেছিলেন। যদিও মুম্বই পুলিশ জানিয়েছে, সম্প্রতি কাজ হারিয়েছিলেন তিনি। তাঁর আর্থিক পরিস্থিতি ভালো ছিল না।

আরও পড়ুন-শ্রীলঙ্কা সফর বাতিল হলেও মার্চে নিউজিল্যান্ড সফর নিশ্চিত বাংলাদেশ ক্রিকেট দলের

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...
Exit mobile version