Tuesday, August 26, 2025

সেমিফাইনাল নয়, একেবারে ফাইনাল: বাংলায় এখন কোনও উপনির্বাচন হচ্ছে না

Date:

সেমিফাইনাল নয়, একেবারেই ফাইনাল ম্যাচ হবে। জাতীয় নির্বাচন কমিশন এখন বাংলায় কোনও উপনির্বাচন না করানোর সিদ্ধান্ত নেওয়ার পর রাজনৈতিক দলগুলি বিধানসভা ভোটের আগে জনমত যাচাই করার আর কোনও সুযোগ পাচ্ছে না। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, বাংলার ফাঁকা বিধানসভা আসনগুলিতে এই মুহূর্তে আর ভোট হচ্ছে না। এমনিতেই সামনের বছর বিধানসভা নির্বাচন। তাই যা হওয়ার একবারেই হবে। কোভিড মহামারি পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

প্রসঙ্গত, বিহারে বিধানসভা ভোটের দিন ঘোষণার পরেই বাংলার রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছিল, এখানে বিধানসভার উপনির্বাচন কবে হবে। কিন্তু মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়ে দিল, বাংলার ক্ষেত্রে এখন আর উপনির্বাচন নয়, পরের বছর একেবারে বিধানসভা ভোট হবে।
বাংলার সঙ্গে আগামী বছর অসম ও কেরলেও বিধানসভা ভোট রয়েছে। সেখানকার আসনগুলিতেও উপনির্বাচন হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, যেহেতু এই রাজ্যগুলিতে ছ’মাসের মধ্যে ভোট রয়েছে তাই এখন আর কোভিড পরিস্থিতিতে উপনির্বাচন হচ্ছে না।

পশ্চিমবঙ্গে ফালাকাটার বিধায়ক অনিল অধিকারীর মৃত্যু হয়েছে প্রায় এক বছর হতে চলল। ওই কেন্দ্রের উপনির্বাচন বকেয়া ছিল। মহামারির সময়ে বাংলায় আরও তিন বিধায়কের মৃত্যু হয়েছে। ফলতা ও এগরার বিধায়ক তমোনাশ ঘোষ ও সমরেশ দাসের মৃত্যু হয়েছে কোভিডের কারণে। অন্যদিকে, সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যমৃত্যু হয়েছে দু’মাস আগে। ফলে চারটি বিধানসভা আসন এখন ফাঁকা।

 

আরও পড়ুন-কৃষি আইন নিয়ে বারবার বিরোধীদের আক্রমণ, মোদি বুঝিয়ে দিলেন রাতের ঘুম উড়েছে

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version