শ্রীলঙ্কা সফর বাতিল হলেও মার্চে নিউজিল্যান্ড সফর নিশ্চিত বাংলাদেশ ক্রিকেট দলের

করোনা ইস্যুতে সাম্প্রতিক শ্রীলঙ্কা সফর বাতিল হয়েছে বিসিবির । সেই পরিস্থিতির কিছুটা হলেও বদল হল।
আগামী মার্চে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ ক্রিকেট টিম । মঙ্গলবার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে এই সফরের সূচি প্রকাশ করেছে।

আরও পড়ুন- যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন ৩ এমবিএ প্রোগ্রামের সূচনা অ্যাডামাসের
সেখানে জানানো হয়েছে, তাদের মরসুম শুরু হবে আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে এবং শেষ হবে মার্চে বাংলাদেশ সিরিজের মাধ্যমে।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, এই সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচগুলোর তারিখ ও ভেন্যুসহ পূর্ণাঙ্গ সূচিই প্রকাশ করেছে বোর্ড।
২০২১-এর ১৩ মার্চ ডানেডিনে হবে এই সফরের প্রথম ওয়ানডে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ২৬ মার্চ, ইডেন পার্ক, অকল্যান্ডে। আর ২৮ মার্চ হ্যামিল্টনে শেষ টি-টোয়েন্টি ম্যাচ ।

Previous articleমার্চ নয়, ৩১ জানুয়ারির মধ্যে বাকি কাজ শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর
Next article১০ গ্রাম হিসেবে ৬০০০ টাকা কমলো সোনার দাম