হাথরস দলিত তরুণীর গণধর্ষণ এবং খুনের ঘটনার তীব্র নিন্দা জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্য তীব্র কটাক্ষ করেন তিনি। নিজের টুইটার হ্যান্ডলে তিনি লেখেন, “নরেন্দ্র মোদির শাসনকালে অবর্ণনীয় অপরাধ সংঘটিত হল। আর প্রধানমন্ত্রী সে বিষয়ে নীরব। চূড়ান্ত জখম অবস্থায় 15 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। অথচ মৃত্যুর পর উত্তরপ্রদেশ পুলিশ তাঁর মৃতদেহের প্রতি অসম্মান জানাচ্ছে”।

An unspeakable crime committed in #Hathras under @narendramodi ji’s reign & he was silent. The girl succumbed to her injuries, after battling to stay alive for 15 days & now, @Uppolice has utterly disrespected her remains!#ModiSpeakUp4Dalits if you have any humanity left inside. https://t.co/BqWElBsfXr
— Abhishek Banerjee (@abhishekaitc) September 30, 2020
এরপর নরেন্দ্র মোদির উদ্দেশে তিনি বলেন, “যদি বিন্দুমাত্র মানবিকতা বেঁচে থাকে তাহলে এই দলিত তরুনীর মৃত্যু নিয়ে নীরবতা ভাঙুন”।
হাথরসের ঘটনা নিয়ে এর আগেই সরব হয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ন। দেশ জুড়ে এই ঘটনার নিন্দার ঝড় উঠেছে। এ ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
