দুর্গা সেজে ছবি পোস্ট করায় খুনের হুমকি, লন্ডনে পুলিশি নিরাপত্তা চাইলেন সাংসদ নুসরত

খুনের হুমকি দেওয়া হচ্ছে অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানকে। পরিস্থিতি একটাই গভীরে পৌঁছে গিয়েছে যে এই মুহুর্তে লন্ডনে থাকা নুসরত ব্রিটেনের ভারতীয় হাই কমিশনের কাছে অতিরিক্ত নিরাপত্তার জন্য আবেদন জানিয়েছেন তৃণমূল সাংসদ। বিষয়টি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও এ রাজ্যের সরকারকেও জানিয়েছেন৷

মহালয়ার শুভেচ্ছা জানিয়ে গত ১৭ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন নুসরত৷ বাঙালির চিরন্তন পোশাকে দেবী দুর্গার বেশে নিজের একটি ছবি দিয়েছিলেন ওই ইনস্টাগ্রামে পোস্টে৷ ক্যাপশনে লিখেছিলেন, “শুভ মহালয়া।’

আর ঠিক এই কারণেই উত্তরপ্রদেশের মুসলিম সংগঠন দেওবন্দ নুসরতকে ক্ষমা চাইতে বলেছে বলে অভিযোগ এনেছেন তৃণমূলের এই সাংসদ। একটি বাংলা ছবির শ্যুটিং-এর কাজে রবিবার থেকে লন্ডনে আছেন নুসরত। ১৬ অক্টোবর পর্যন্ত তাঁর সেখানেই থাকার কথা। গত মঙ্গলবার ব্রিটেনে ভারতীয় হাই কমিশনারকে নুসরত চিঠি দিয়ে জানান, “ভারত ও প্রতিবেশী দেশের জনাকয়েক কট্টরপন্থী আমায় সোশ্যাল মিডিয়ায় আমাকে খুনের হুমকি দিয়েছে৷ এই হুমকি অত্যন্ত গুরুতর এবং এতে আমার মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হওয়ায় লন্ডনে থাকাকালীন আমার অবিলম্বে পুলিশি নিরাপত্তা প্রয়োজন। লন্ডনে আমার সুরক্ষার জন্য দয়া করে যথাযোগ্য ব্যবস্থা করুন।”

দেওবন্দের ইসলামিক স্কলার মৌলানা ইশাক গোরা এ প্রসঙ্গে জানিয়েছেন, “নুসরত জাহান এ সব করতেই ভালোবাসেন। তিনি সবসময় বিতর্কে থাকেন। এ গুলো ইসলামে নিষিদ্ধ, তবু তিনি এই কাজ করেই যান। তাঁর এইসব কাজে অনেক সময়ই মানুষ বিরক্ত হন। আমার মনে হয় ভুল করছেন তিনি। তাঁর ক্ষমা চাওয়া উচিত।”

আরও পড়ুন : এবার করোনা আক্রান্ত সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা

Previous articleহাথরসের দোষীদের কড়া শাস্তি হওয়া উচিত- প্রধানমন্ত্রীর উক্তি জানালেন যোগী
Next articleপূর্ব ভারতের বৃহত্তম সৌর বিদ্যুত্‍‌ প্রকল্প মন্দারমনির কাছে, শিলান্যাসে বিদ্যুত্‍‌মন্ত্রী