হাথরসের দোষীদের কড়া শাস্তি হওয়া উচিত- প্রধানমন্ত্রীর উক্তি জানালেন যোগী

ফাইল চিত্র

হাথরসের গণধর্ষণ-খুন কাণ্ডে দোষীদের কড়া শাস্তি হওয়া উচিত- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মন্তব্য করেন বলে জানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে কথা বলেছেন। মোদি তাঁকে জানান, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

তবে, অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন কঠোর ব্যবস্থা নেওয়ার কথা প্রধানমন্ত্রী সরসরি বললেন না। কেন তাঁর উক্তি হিসেবে যোগী আদিত্যনাথ সে কথা বলছেন। তবে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ভগবান স্বরূপের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। কমিটির অন্য দুই সদস্য হলেন উত্তরপ্রদেশের ডিআইজি চন্দ্রপ্রকাশ এবং আইপিএস অফিসার পুনম। ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে বলেও জানানো হয়েছে।
হাথরস গণধর্ষণ ও কাণ্ডে চার অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। কিন্তু পুলিশ প্রথমে তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিতে চায়নি বলে অভিযোগ। পরে মহিলার বয়ান রেকর্ডের পরে ওই ধারা যুক্ত করে পুলিশ।

আরও পড়ুন : হাথরসের গণধর্ষণ-খুনের ঘটনা নিয়ে নীরবতা ভাঙুন, মোদিকে তীব্র কটাক্ষ অভিষেকের

Previous articleফের শিরোনামে হাথরস, দলিত মহিলাকে অপহরণ টেম্পো চালকের
Next articleদুর্গা সেজে ছবি পোস্ট করায় খুনের হুমকি, লন্ডনে পুলিশি নিরাপত্তা চাইলেন সাংসদ নুসরত