মঙ্গলগ্রহের মাটির নিচে আরও তিনটি হ্রদের সন্ধান পেল নাসা

মঙ্গলগ্রহের মাটির নিচে আরও তিনটি হ্রদের সন্ধান পেয়েছেন মার্কিন মহাকাশ সংস্থা নাসার বিজ্ঞানীরা। হ্রদগুলি বরফে আচ্ছন্ন মাটির নিচে চাপা পড়ে আছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।
দু’বছর আগেও মঙ্গল গ্রহের দক্ষিণ মেরুতে এক বিরাট লবণাক্ত জলের হ্রদের সন্ধান পাওয়া গিয়েছিল।

আরও পড়ুন- ত্রিপুরার ব্রু শরণার্থী পুনর্বাসন মামলায় এখনই হস্তক্ষেপ করবে না আদালত
সায়েন্স ম্যাগাজিন নেচার অ্যাস্ট্রোনমিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মঙ্গল গ্রহে জল তরল অবস্থায় পাওয়া যাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। ২০১৮ সালে যে হ্রদটি মঙ্গল গ্রহের দক্ষিণে আবিষ্কার হয়, সেটি বরফ দিয়ে আচ্ছাদিত। এটি প্রায় ২০ কিলোমিটার প্রশস্ত। এখনও পর্যন্ত মঙ্গল গ্রহে পাওয়া সবচেয়ে বৃহত্তম হ্রদ এটিই।রোম বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী আলাইনা পেটিনেল্লি জানিয়েছেন, তারা দু’বছর আগে আবিষ্কৃত হ্রদের চারপাশে আরও তিনটি হ্রদ আবিষ্কার করেছেন।

Previous articleত্রিপুরার ব্রু শরণার্থী পুনর্বাসন মামলায় এখনই হস্তক্ষেপ করবে না আদালত
Next articleনিজের চিকিৎসা নিজে করতে গিয়ে করোনার বলি এক চিকিৎসক