Tuesday, November 11, 2025

জীবিত মন্ত্রীকে ‘মৃত’ বানালেন কর্তারা! প্রবল অস্বস্তিতে রাজ্য প্রশাসন

Date:

প্রশাসনিক কর্তাদের অপরিণামদর্শিতার জেরে বেনজির অস্বস্তিতে পড়লেন মুখ্যমন্ত্রী। এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী একটি শোকবার্তায় জানান রাজ্যের মন্ত্রী মন্টুরাম পাখিরা প্রয়াত, তিনি শোকাহত। তাঁর পরিবারকে সমবেদনা জানিয়ে তথ্য ও সংস্কৃতি দফতর শোকবার্তাও প্রকাশ করে ফেলে। কিছু পরেই জানা যায়, রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী জীবিত। তাঁর চিকিৎসাও চলছে। তড়িঘড়ি তখন সিএমও ও তথ্য সংস্কৃতি দফতর সেই শোকবার্তা ডিলিট করে। প্রশ্ন একজন মন্ত্রীর মৃত্যু নিয়ে এমন ছেলেখেলার রিপোর্ট কারা দিল? কারা সেই আধিকারিক, যারা মুখ্যমন্ত্রী ও তাঁর দফতরকে এমন ‘বিরল’ অস্বস্তিতে ফেলল?

কোভিডে আক্রান্ত হয়ে রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ হাসপাতালে। সেখানে মন্টুরামের কোভিড পজিটিভ রিপোর্ট আসে। তখন তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার সকাল থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে খবর ছড়ায় মন্ত্রীর মৃত্যু নিয়ে। আর তার জেরেই মুখ্যমন্ত্রীর দফতর ও তথ্য-সংস্কৃতি দফতরের শোকজ্ঞাপন। এবং ভুল বুঝতে পেরে ততৎক্ষণাৎ ডিলিট করা হয় বিবৃতি।

ঘটনায় চাঞ্চল্য সর্বত্র। তার থেকেও বড় বিষয়, কোন আক্কেলে এমন ভুয়ো খবর প্রশাসনিক কর্তারা ‘ক্রস চেক’ না করে কিংবা হাতে প্রমাণপত্র না পেয়ে এই অবিবেচকের কাজ করলেন! তথ্য সংস্কৃতি দফতরের কর্তারা কেন খবর ‘ভেরিফাই’ করেননি। নতুন দায়িত্ব গ্রহণ করেই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কড়া পদক্ষেপ করতে পারেন বলেও একটি সূত্রে খবর। প্রবল ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীও।

আরও পড়ুন- আনলক 5: বাংলার পথে হেঁটে সিনেমা হল চালুর নির্দেশ কেন্দ্রের

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version