শেষপর্যন্ত চোটই তাঁর কাল হয়ে দাঁড়াল।চোটের কারণেই এবার টুর্নামেন্টের মাঝপথেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। আর এক টেনিস তারকা স্বেতানা পিরঙ্কোভার বিরুদ্ধে আগামী বুধবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কোর্টে নামছেন না সেরেনা।
নিজের চোট প্রসঙ্গে জানিয়েছেন,তিনি ঠিক করে হাঁটতে পর্যন্ত পারছেন না।

আরও পড়ুন- বাবরি-রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাচ্ছে ল বোর্ড, বাবরি অ্যাকশন কমিটি


সেরেনা জানিয়েছেন,তাঁকে চার থেকে ছয় সপ্তাহ কোনও কাজ না করে বিশ্রাম নিতে হবে।আসলে ইউএস ওপেনে যে চোট পেয়েছিলেন তিনি এখনও তা সারিয়ে উঠতে পারেননি।সেই চোটই প্রতিনিয়ত তাঁর সমস্যা বাড়িয়ে তুলছে।তাই তিনি ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেও, চোটের কারণেই এবার নিজের নাম তুলে নিলেন।
